কেয়ার সেন্টার থেকে পলাতক ২০ করোনা রোগী, খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/04/2021   শেষ আপডেট: 25/04/2021 4:55 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

ইতিমধ্যেই ওই ২০ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে

এপ্রিল মাসের প্রথম থেকেই করোনা ভাইরাসের দাপটে শোচনীয় অবস্থা ভারতের। প্রায় প্রতিদিন করোনা সংক্রমনের পরিসংখ্যান গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা সাড়ে ৩ লাখ অতিক্রম করেছে। বেহাল দশা স্বপ্ননগরী মুম্বাই তথা গোটা মহারাষ্ট্রে। প্রায় প্রতিদিন সংক্রমিতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের যবতমল জেলার করোনা কেয়ার সেন্টার থেকে ২০ জন করোনা পজিটিভ রোগী পালিয়ে গেছেন। স্থানীয় হেলথ অফিসার সঞ্জয় পুরামের থেকে জানা গেছে যে সরকার কিছুদিন আগেই একটি স্টুডেন্ট হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার বানিয়েছিল। সেখান থেকেই গত ২৪ এপ্রিল ওই ২০ করোনা পজিটিভ রোগীর পালিয়ে যায়। ইতিমধ্যেই ওই ২০ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল যবতমল জেলার আমডি গ্রামে করোনা টেস্ট করার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই টেস্টের পর গ্রামের ১৯ জনের করোনা ধরা পড়ে। ওই ১৯ জন ও আরও ১ জন অর্থাৎ ২০ জনকে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়। কিন্তু তারা তার পরের দিন সকাল ৮ টা নাগাদ সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ তাদের খোঁজা শুরু করেছে।