জম্মু কাশ্মীরের কাঠুয়া থেকে পুলিশের হাতে ১৭ বছরের আফগান কিশোর
ঘটনার সাথে তালিবান যোগ খতিয়ে দেখছে পুলিশ
বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আফগানিস্তান এবং সেখানের তালিবানি রাজত্ব। প্রতিনিয়ত সেখান থেকে উঠে আসছে নৃশংসতা এবং বর্বরতার ঘটনা। পাকিস্তান মদতপুষ্ট তালিবানের হাতে আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে আজ সকালেই নিজের দেশে ফিরে গেছে আমেরিকান সৈন্যবাহিনী। ফলে সে দেশে এখন তালিবানের ‘খুল্লা রাজ’। আর এর মাঝেই এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলা থেকে সে রাজ্যের পুলিশ আটক করল ১৭ বছর বয়সী এক আফগান কিশোরকে।
সুত্রের খবর, জম্মু-কাশ্মীরের প্রবেশদ্বার লখনপুরের এক কোভিড পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে পুলিশ আটক করে উক্ত কিশোরকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিশোরের নাম আব্দুল রহমান এবং তার বাবার নাম আব্দুল রশিদ আহমেদ। কিশোরের কাছ থেকে তার পাসপোর্ট এবং ভিসাও উদ্ধার করেছে পুলিশ। আপাতত তাকে লখনপুর থানায় জিজ্ঞাসাবাদের স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে।
কিশোরকে আটক করার ঘটনায় সিলমোহর দিয়েছেন খোদ কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার আর সি কোতওয়াল। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তদন্তপ্রক্রিয়া জারি রেখেছে পুলিশ। এর পিছনে তালিবান যোগ আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছেন তাঁরা।