মহারাষ্ট্রে ফের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১৩
হাসপাতাল কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে
একদিকে করোনার বাড়বাড়ন্ত, অপরদিকে নানা বিপত্তিতে মহারাষ্ট্রের অবস্থা এখন নাস্তানাবুদ। ভান্ডুপের কোভিড হাসপাতালে আগুন লাগার ঘটনার পর ফের আগুন মহারাষ্ট্রে।এবার ভিসারের এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৩ টে নাগাদ মহারাষ্ট্রের পালঘাটের ভিরার এলাকায় এক ক হাসপাতালে আগুন লাগে। এই হাসপাতালের ৯০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়বল্লভ হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাকি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ১৩ জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন রোগীকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভোররাতের দিকে আগুন লাগে। আগুনের হলকায় চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। রাতে হাসপাতালে পর্যাপ্ত নার্স এবং ডাক্তার না থাকায় কোভিড রোগীদের মধ্যে আতঙ্কের হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় কোভিড রোগীদের বাড়ির লোকজন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।