ফের বিতর্কে PM CARES ফান্ড! প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠল প্রশ্ন
আর্থিক লেনদেনের স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি শত প্রাক্তন আমলার
বিতর্ক যেন পিছু ছাড়ছেনা PM CARES ফান্ডকে ঘিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের পদের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারছেন তো? এবার সেই নিয়েই প্রশ্ন উঠলো। না কোনো বিরোধী রাজনৈতিক দল থেকে নয়, প্রশ্ন তুলে চিঠিতে স্বাক্ষর করে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিলেন একশো জন প্রাক্তন আমলা।
অনিতা অগ্নিহোত্রী, শরদ বেহার, সাজ্জাদ হাসান, হর্ষ মন্ডের, পি জয় ওমেন, অরুনা রয়, মধু ভাদুড়ি, এসপি এমব্রোজ সহ মোট একশো জন এই তহবিলের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চিঠিতে তারা জানান নাগরিকদের কাছে এই তহবিলের লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয় এখনো ধোঁয়াশা। এতে প্রধানমন্ত্রীর ওপর নাগরিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। করোনাকালে মানুষের পাশে দাঁড়াতেই এই সিটিজেন অ্যাসিস্টন্স এন্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড তৈরি হয়। কিন্তু এর আগেও নানান মহল থেকে দাবী উঠলেও এই তহবিলের জমা-খরচের বিষয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আনেননি তিঁনি। ভান্ডারে কী সঞ্চয়ে আছে তাও অজানা দেশবাসীর। তবে কি লেনদেনের বিষয়ে স্বচ্ছতা নেই? যদি জনগনকে এমন ভাবনা থেকে বিরত রাখতে হয়, আর বিলম্ব না করে তাঁকে ওই তহবিলের হিসাব-নিকাশের তথ্য প্রকাশ করতে হবে, এমন দাবিতেই সোচ্চার হয়েছেন ওই প্রাক্তন আমলারা। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো কোনো উত্তর আসেনি।