জাতিগত জনগণনার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন নীতিশ কুমার, সঙ্গী তেজস্বী যাদব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2021   শেষ আপডেট: 22/08/2021 8:37 p.m.
-facebook

আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১১ টায় নীতিশের নেতৃত্বে বিহারের একটি সর্বদলীয় প্রতিনিধিদল মোদির সাথে দেখা করবেন

জাতিভিত্তিক জনগণনার (Caste based Census) দাবি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১১ টায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে বৈঠক করবেন। একটি সর্বদলীয় প্রতিনিধিদল মোদির সঙ্গে দেখা করবেন। সেই দলে নীতিশ কুমারের পাশাপাশি থাকছেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান তেজস্বী যাদব (Tejaswi Yadav)। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "অনেকেই দিল্লি পৌঁছে গিয়েছেন এবং কিছুজন আমার সাথে দিল্লি যাবে। আগামীকাল ১১ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করে জাতিগত জনগণনা করার অনুরোধ জানাবো।" এছাড়াও এ প্রসঙ্গে তিনি বলেছেন, "যে জনগণনা কাজ শুরু হতে চলেছে তা যাতে জাতিগত ভিত্তিতে করা হয় তার জন্যই চেষ্টা চলছে। এতে অনেকেই সুবিধা পাবে। দেশের অন্যত্র এমনটা হলে তারা উপকৃত হবে। কেন্দ্র আমাদের অনুরোধ এর ভিত্তিতে কি পদক্ষেপ নেবে, তার অপেক্ষা করবো। কেন্দ্রের তরফে জাতিগত ভিত্তিতে জনগণনার ব্যবস্থা না করা হলে বিহার সরকার নিজের মত সেই কাজ করে নেবে।"

আসলে ২০১১ সালের পর চলতি বছরের শুরুর দিকে দেশের জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনও তা শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরে জনগণনা ক্ষেত্রে তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) বাদে অন্য কোনো ক্ষেত্রে জাতপাতের উল্লেখ না রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এমনকি ওবিসিদের ক্ষেত্রে ভাগ না উল্লেখ করার চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু তাতেই বিরোধিতা করেছে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। তার সাথে তাল মিলিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। নিতিশ কুমার এবং তেজস্বী যাদব একমঞ্চে চলে আসায় বিজেপি অবশ্যই পরবর্তী পদক্ষেপ ভেবেচিন্তে নেবে।