photo: instagram.com/sinishettyy

'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২' এর বিজেতার মুকুট পরলেন সিনি শেট্টি

দৃঢ় আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রমে জয়ী হয়েছেন কর্ণাটকের সিনি শেট্টি

poridorshok.com

একুশ বছরের তন্বীর সেরার মুকুট অধিকার কর্ণাটকের মেয়ে সিনি শেট্টি

মাত্র একুশ বছর বয়সে পরলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২' বিজয়ীর মুকুট, অনুষ্ঠানটি সংঘটিত হয় মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

৩১ জন প্রতিযোগীকে টপকে যান সিনি

দ্বিতীয় স্থানাধিকারী রাজস্থানের রুবেল শেখাওয়াত এবং তৃতীয় স্থানে রয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

ছোট থেকেই মেধাবী সিনি, অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন

বর্তমানে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট-এর কোর্স সম্পন্ন করেছেন, চার বছর বয়স থেকে নাচের তালিম নেওয়া শুরু, করেছেন মঞ্চেও অভিনয়

poridorshok.com

সিলভার গাউনে অপরূপা সিনি

চূড়ান্ত ফল ঘোষণার দিন সিনির পরনে ছিল সিলভার রঙের বিশেষ হাই স্লিট গাউন। আর তাতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

নাচেও দক্ষতা প্রদর্শন সিনির

বুদ্ধিমত্তার সঙ্গে নাচেও বিচারকদের মন জিতেছেন একুশ বছর বয়সী সিনি

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন অনুপ্রেরণা

'মিস ওয়ার্ল্ড ২০০০', অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হয়ে ওঠেন সিনির আদর্শ। তাঁকে দেখেই অদম্য জেদ, অপ্রতিরোধ্য মনোবল, কঠোর পরিশ্রমের রসদ পান 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২'

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

অনুষ্ঠান ছিল তারকাখচিত

মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, দিনো মরিয়া, রাজকুমার রাওসহ চাঁদের হাট বসেছিল অনুষ্ঠান জুড়ে

poridorshok.com

photo: instagram.com/sinishettyy

পরিবারের সমর্থন ছিল সর্বদা

তাঁর জীবনের প্রত্যেক পদক্ষেপে পরিবারকে তিনি পাশে পেয়েছেন। তাঁর 'দাদি' ছিলেন তাঁর জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি

poridorshok.com

আরও