photo: instagram.com/sinishettyy
দৃঢ় আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রমে জয়ী হয়েছেন কর্ণাটকের সিনি শেট্টি
মাত্র একুশ বছর বয়সে পরলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২' বিজয়ীর মুকুট, অনুষ্ঠানটি সংঘটিত হয় মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে
photo: instagram.com/sinishettyy
দ্বিতীয় স্থানাধিকারী রাজস্থানের রুবেল শেখাওয়াত এবং তৃতীয় স্থানে রয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান
photo: instagram.com/sinishettyy
বর্তমানে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট-এর কোর্স সম্পন্ন করেছেন, চার বছর বয়স থেকে নাচের তালিম নেওয়া শুরু, করেছেন মঞ্চেও অভিনয়
চূড়ান্ত ফল ঘোষণার দিন সিনির পরনে ছিল সিলভার রঙের বিশেষ হাই স্লিট গাউন। আর তাতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি
photo: instagram.com/sinishettyy
বুদ্ধিমত্তার সঙ্গে নাচেও বিচারকদের মন জিতেছেন একুশ বছর বয়সী সিনি
photo: instagram.com/sinishettyy
'মিস ওয়ার্ল্ড ২০০০', অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হয়ে ওঠেন সিনির আদর্শ। তাঁকে দেখেই অদম্য জেদ, অপ্রতিরোধ্য মনোবল, কঠোর পরিশ্রমের রসদ পান 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২'
photo: instagram.com/sinishettyy
মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, দিনো মরিয়া, রাজকুমার রাওসহ চাঁদের হাট বসেছিল অনুষ্ঠান জুড়ে
photo: instagram.com/sinishettyy
তাঁর জীবনের প্রত্যেক পদক্ষেপে পরিবারকে তিনি পাশে পেয়েছেন। তাঁর 'দাদি' ছিলেন তাঁর জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি