photo: instagram.com/kritisanon

কৃতীর কৃতিত্ব, অভিনয় শুধু না, কলম সঞ্চালনেও তিনি দেখান 'হিরোপান্তি'

বলিউডের 'পরমসুন্দরী' র কৃতি হিসেবে বাজিমাত সকল ক্ষেত্রেই

poridorshok.com

সিনেমা জগতে পা রেখেছেন, বেশিদিন হয়নি, তবুও কৃতী তার কৃতিত্বে মন জুড়িয়েছেন সিনেমাহলে

বত্রিশ বছর বয়সী এই নায়িকা, কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম, মিউজিক ভিডিওয় একের পর এক সাফল্যের মুকুট পরেছেন এই ' বারেইলি কি বরফি'

poridorshok.com

photo: instagram.com/kritisanon

২০১৪ সালে তেলেগু ছবি 'নেনোকাদ্দাইন' দিয়ে হাতে খড়ি হয় কৃতীর

তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক তার মুকুটে পালক জোড়ে, 'হিরোপান্তি', 'দিলওয়ালে' 'লুকাচুপি' র মত হিট ছবিগুলি।

poridorshok.com

photo: instagram.com/kritisanon

২০২১ এ ওটিতি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তার অন্য ধারার ছবি 'মিমি', যেখানে তিনি সারোগেসি মায়ের চরিত্রে অভিনয় করেন

বলা বাহুল্য, সারোগেসী মা হিসেবে একার লড়াই কে কেন্দ্র করে তার অভিনয় মন জিতেছে আপামর সিনেমাপ্রেমীদের

poridorshok.com

photo: instagram.com/kritisanon

কৃতী শুধু অভিনয়েই নয়, নিজের জগৎকে তিনি ফুটিয়ে তোলেন তার প্রানবন্ত লেখনী তে কখনো দার্শনিক ভাবনা, কখনো কাছের বন্ধু বিয়োগের শোক, অনুভূতিকে মেলে ধরবার তার এই প্রকাশ সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়

poridorshok.com

photo: instagram.com/kritisanon

বরুণ ধাওয়ান, তেলেগু অভিনেতা মহেশ বাবু থেকে শাহরুখ খান, কিংবা পঙ্কজ ত্রিপাঠী, সকলের সাথেই কৃতী সাবলীল

poridorshok.com

তেলেগু ছবি, 'আলা বৈকুণ্ঠপুরামুলু' র হিন্দি রিমেক, কার্তিক আরিয়ানের সাথে তার 'শেহজাদা' এখন মুক্তির অপেক্ষায়

poridorshok.com

আরও