photo: facebook.com/hrithikroshan

বিবাহ বিচ্ছেদের ৭ বছর পরে হৃত্বিক রোশনের জীবনে আবার নতুন বসন্ত

শোনা যাচ্ছে তিনি নাকি সম্পর্কে রয়েছেন বি-টাউনের উঠতি নায়িকা সবা আজাদের সঙ্গে

poridorshok.com

photo: instagram.com/sabazad

কিছু মিডিয়া রিপোর্টের দাবি, হৃত্বিক এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস এবং তিনি নাকি বিয়ের পরিকল্পনাও করছেন

টুইটারের মাধ্যমেই হয়েছিল দুজনের আলাপ পরিচয়

poridorshok.com

রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্লাব সব জায়গাতেই হৃত্বিক এবং সবাকে একসাথেই দেখা যাচ্ছে

এমনকি হৃত্বিকের পরিবারের সঙ্গে একসাথে লাঞ্চ করতে হৃত্বিকের বাড়িতেও এসেছিলেন সবা

poridorshok.com

photo: facebook.com/SabaAzadOfficial

বর্তমানে হৃত্বিক এবং সবা দুজনের বয়স যথাক্রমে ৪৮ বছর এবং ৩১ বছর

১৯৯০ সালের ১ নভেম্বর দিল্লিতে জন্ম সবা আজাদের। অন্যদিকে, হৃত্বিকের জন্ম ১০ জানুয়ারি ১৯৭৪, মুম্বাইয়ে

poridorshok.com

photo: instagram.com/sabazad

২০০৮ সালে 'দিল কাবাড্ডি' সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন সবা

এই ছবিতে 'রাগা' চরিত্রে অভিনয় করেছিলেন তিনি

poridorshok.com

photo: instagram.com/sabazad

দীর্ঘদিন নাসিরউদ্দিন শাহের পুত্র ইমাদ শাহের সঙ্গে সম্পর্কে ছিলেন সবা আজাদ

সেই সম্পর্ক থেকে বেশ কিছুদিন হয়েছে বেরিয়ে এসেছেন সবা

poridorshok.com

সম্প্রতি 'রকেট বয়েজ' ওয়েব সিরিজে 'পারভানা ইরানি' চরিত্রে তার অভিনয় সকলের নজর কেড়েছে

এই ওয়েব সিরিজে তার বিপরীতে অভিনয় করেছিলেন জিম সরাভ ( চরিত্রের নাম - হোমি জাহাঙ্গীর ভাবা )

poridorshok.com

আরও