আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের সরাসরি কোন প্রভাব বাংলার উপর নেই। তবে বৃষ্টি চলবে। উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা।
আগামীকাল ২৫ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
আজ থেকেই জাপানের টোকিও-তে কোয়াড বৈঠক। সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝে এই কোয়াড বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন ওয়াকিবহাল মহল। একান্ত বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও।
বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গতকাল কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড শহর কলকাতা। আজও ফের কালবৈশাখীর ভ্রুকুটি। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।
এই নিয়ে তৃতীয়বার সিবিআই জেরার মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর।
আগামী ২৭ মে দুপুর সাড়ে তিনটে থেকে ৩০ মে দুপুর দেড়টা পর্যন্ত পুরোপুরি বন্ধ ব্যান্ডেল স্টেশন। হাওড়া-বর্ধমান শাখায় মেন লাইন সম্প্রসারণের জন্য এই সিদ্ধান্ত। বাতিল একাধিক ট্রেন, কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েও স্বস্তি নেই। লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির নয়া অভিযোগ। পাটনার বাড়ি-সহ বিহার ও দিল্লির ১৫ জায়গায় সিবিআই তল্লাশি।
ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। চারটি দোকান ভস্মীভূত। আশেপাশের দোকানগুলি খালি করে দেওয়া হয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস। উত্তরবঙ্গে হতে পারে ভারি বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
গত সপ্তাহে রেকর্ড পতন দিয়েই বাজার বন্ধ হয়েছিল। বিশ্ব অর্থনীতির আর্থিক মন্দা, ইউক্রেন-রাশিয়া সংকট তো আছেই। তবে সোমবার সকালে বাজার খুলতেই অনেকটাই বাড়ল শেয়ার সূচক। সকাল ১০.১৫-র রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, নিফটি ১৫,৯০০-র ঘরে।
গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২,৪৮৭ জন। মৃতের সংখ্যা ১৩। সক্রিয় রোগীর সংখ্যা ১৭৬৯২।
অশনির আশঙ্কা বন্ধ হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। গতকাল রাতেও কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারি বৃষ্টির পূর্বাভাস।
গত মাসের আত্মঘাতী হামলার পর ফের পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা। করাচির এক বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা। মোটর সাইকেলের মধ্যে বিস্ফোরক ভরে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে, দাবি সেদেশের পুলিশের।