photo: instagram.com/deepikapadukone
জানুন তারকাদের শিক্ষাগত যোগ্যতা
photo: instagram.com/kritisanon
দ্বাদশ শ্রেণিতে নব্বই শতাংশ নম্বর পেয়ে স্কুলের গন্ডি পেরিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেন অভিনেত্রী
photo: facebook.com/IamSRK
দ্বাদশ শ্রেণিতে ৮০.৫ শতাংশ নম্বর পেয়ে, জনপ্রিয় হংসরাজ কলেজ থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা শেষ করেন শাহরুখ
photo: instagram.com/shahidkapoor
স্কুল লাইফ পেরিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি কলেজে শাহিদের পড়াশোনা। আর সেখানেই লেখাপড়াতে ইতি টানেন শাহিদ।
photo: facebook.com/KanganaRanaut
স্কুলে পড়াকালীন নিজের বোর্ড এক্সামে কেমিস্ট্রি'তে পাশ করতে পারেননি কঙ্গনা। এরপর আর পড়াশোনায় মাথা ঘামাননি তিনি।
photo: instagram.com/deepikapadukone
একটি ইন্টারভিউতে দীপিকা অকপটে জানিয়েছিলেন, স্কুলের গন্ডি শেষ করে কলেজের মুখ দর্শন করেননি তিনি। কারণ, সে সময় অভিনয়ের দরুন তাঁর বিশ্ব জোড়া খ্যাতি হয়েছিল।