২২ মার্চ, ২০২৩
বিজ্ঞান ও প্রযুক্তি

পাস‌ওয়ার্ড শেয়ার করলেই অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স, চালু হল নতুন নিয়ম

নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন
Netflix on tv Bengali News
https://unsplash.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৫:৪৬

নতুন জেনারেশনের বিনোদনের গন্ডী ক্রমশ টেক নির্ভর হয়ে পড়ছে। 'নেটফ্লিক্স এন্ড চিল' কথাটি শোনেননি এমন মানুষ হয়তো খুব‌ই কম হবেন। নেটফ্লিক্স ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিজেরা সাবস্ক্রিপশন নেননি। অনেকে সিঙ্গেল সাবক্রিপশন প্যাক নিয়ে অনেকের সঙ্গে শেয়ার করেন। ফলে একটি অ্যাকাউন্টেই অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেখার সুবিধা পান। যদিও এই সুবিধা আর পাওয়া যাবে না, এমনটাই জানিয়েছে নেটফ্লিক্স। দীর্ঘ কয়েক বছর ধরে ডেটা অ্যানালিসিসের পর নেটফ্লিক্সের আধিকারিকরা দেখেছেন পরিবারের সদস্য নয় এমন অনেকের সঙ্গেই আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করছেন ব্যবহারকারীরা।

এই বিষয়ে নেটফ্লিক্সের তরফে সম্প্রতি জানানো হয়েছে, "পরিবারের কারোর সঙ্গে আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করলে কোনও সমস্যা নেই। কিন্তু বাইরের কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না এবং তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" Netflix এর তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সেই সব মানুষদের খুব পছন্দ করি যাঁরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তাই আমরা যখনই নতুন কোনও ফিচার বা আপডেট নিয়ে আসি তখন সাধারণ মানুষের কথা ভেবেই নিয়ে আসি। যে ফিচারগুলি সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলিই আমরা লঞ্চ করি। এবং তাঁদের সাবক্রিপশনের অর্থ টিভি এবং ফিল্মের জন্য ব্যবহার করি।"

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যবহারকারী তাঁদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কারোর সঙ্গে তাঁদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। পোস্টে উল্লেখ করা হয়েছে, Netflix এই সমস্যা রোধে দুটি বৈশিষ্ট্য যুক্ত করছে - প্রথমটি হল 'অতিরিক্ত সদস্য যোগ করুন' এবং 'নতুন অ্যাকাউন্টে প্রোফাইল স্থানান্তর করুন'। নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন যারা পরিবারের সদস্য নয়। এইসব সাব অ্যাকাউন্টের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষ পর্যন্ত মোট ২২১.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল নেটফ্লিক্সের। অন্যদিকে চলতি বছরের প্রথম তিনমাসে পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তাতে নেটফ্লিক্স আমাজন প্রাইম, ডিজনি, হটস্টার, সোনি লাইভের থেকে বেশ পিছিয়ে রয়েছে। নেটফ্লিক্স জানাচ্ছে, ভারতে অনেকটাই কম আয় হচ্ছে তাদের। আর এর মূল কারণ হল সাবস্ক্রিপশন শেয়ার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২০ মার্চ

সদ্য মুক্তি পেয়েছে 'লাভ ম্যারেজ' ছবির গান, "আছো কেমন"

Ankush Oindrila see
২০ মার্চ

ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার বেশি ব্যবসা করেছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি

Rani Mukerji Norway
১৯ মার্চ

'মাসাকালি' গানের কভারে কণ্ঠ দিলেন ইমন চক্রবর্তী, সঙ্গী হলেন নীলাঞ্জন

iman nilanjan marriage wedding
১৭ মার্চ

প্রায় এগারো বছর পর বলিউডে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে

Prosenjit Chatterjee
১৭ মার্চ

কলকাতায় এলে রসগোল্লা, নলেন গুড়ের আইসক্রিম থাকে শ্রেয়ার পছন্দের খাবারের তালিকায়

Shreya ghoshal diet
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৫ মার্চ

জান খানের সঙ্গে জুটি বেঁধে, দর্শকদের একটি মিষ্টি প্রেমের গান উপহার দিলেন তুলসী কুমার

Tulsi zaan
১৫ মার্চ

বর্তমানে জি ফাইভের সবচেয়ে চর্চিত এবং দৃশ্যমান ছবি 'লস্ট'

Shreya Ghosal new
১৫ মার্চ

শীঘ্রই মুক্তি পাচ্ছে দিব্যা পরিচালিত সিক্যুয়েল 'ইয়ারিয়া ২'

Divya injured
১৫ মার্চ

অভিনেত্রীর ওপর বিশ্বাস বজায় রেখেই তাকে সার্পোট করে যাচ্ছেন অনুগামীরা

srabanti and roshan
১৪ মার্চ

ঋণ, শোধ এবং মুক্তি, এই ত্রয়ীর সমন্বয়ে চিত্রিত হবে অতনু ঘোষ নির্মিত 'শেষ পাতা'

Prosenjit Chatterjee single
১৩ মার্চ

প্রযোজক থেকে সাধারণ মানুষ, একাধিকবার "বডি শেমিং" এর শিকার হয়েছেন 'দেশী গার্ল'

Priyanka Chopra New 4th Feb
১৩ মার্চ

কান চলচ্চিত্র উৎসব থেকে বিশ্বকাপের মঞ্চ, এবার অন্যতম উপস্থাপক হিসেবে দীপিকার দেখা মিলল অস্কারের মঞ্চে

Deepika black gown Oscar