২ এপ্রিল, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি

পাস‌ওয়ার্ড শেয়ার করলেই অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স, চালু হল নতুন নিয়ম

নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন
Netflix on tv Bengali News
https://unsplash.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৫:৪৬

নতুন জেনারেশনের বিনোদনের গন্ডী ক্রমশ টেক নির্ভর হয়ে পড়ছে। 'নেটফ্লিক্স এন্ড চিল' কথাটি শোনেননি এমন মানুষ হয়তো খুব‌ই কম হবেন। নেটফ্লিক্স ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিজেরা সাবস্ক্রিপশন নেননি। অনেকে সিঙ্গেল সাবক্রিপশন প্যাক নিয়ে অনেকের সঙ্গে শেয়ার করেন। ফলে একটি অ্যাকাউন্টেই অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেখার সুবিধা পান। যদিও এই সুবিধা আর পাওয়া যাবে না, এমনটাই জানিয়েছে নেটফ্লিক্স। দীর্ঘ কয়েক বছর ধরে ডেটা অ্যানালিসিসের পর নেটফ্লিক্সের আধিকারিকরা দেখেছেন পরিবারের সদস্য নয় এমন অনেকের সঙ্গেই আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করছেন ব্যবহারকারীরা।

এই বিষয়ে নেটফ্লিক্সের তরফে সম্প্রতি জানানো হয়েছে, "পরিবারের কারোর সঙ্গে আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করলে কোনও সমস্যা নেই। কিন্তু বাইরের কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না এবং তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" Netflix এর তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সেই সব মানুষদের খুব পছন্দ করি যাঁরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তাই আমরা যখনই নতুন কোনও ফিচার বা আপডেট নিয়ে আসি তখন সাধারণ মানুষের কথা ভেবেই নিয়ে আসি। যে ফিচারগুলি সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলিই আমরা লঞ্চ করি। এবং তাঁদের সাবক্রিপশনের অর্থ টিভি এবং ফিল্মের জন্য ব্যবহার করি।"

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যবহারকারী তাঁদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কারোর সঙ্গে তাঁদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। পোস্টে উল্লেখ করা হয়েছে, Netflix এই সমস্যা রোধে দুটি বৈশিষ্ট্য যুক্ত করছে - প্রথমটি হল 'অতিরিক্ত সদস্য যোগ করুন' এবং 'নতুন অ্যাকাউন্টে প্রোফাইল স্থানান্তর করুন'। নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন যারা পরিবারের সদস্য নয়। এইসব সাব অ্যাকাউন্টের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষ পর্যন্ত মোট ২২১.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল নেটফ্লিক্সের। অন্যদিকে চলতি বছরের প্রথম তিনমাসে পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তাতে নেটফ্লিক্স আমাজন প্রাইম, ডিজনি, হটস্টার, সোনি লাইভের থেকে বেশ পিছিয়ে রয়েছে। নেটফ্লিক্স জানাচ্ছে, ভারতে অনেকটাই কম আয় হচ্ছে তাদের। আর এর মূল কারণ হল সাবস্ক্রিপশন শেয়ার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert