দেশের সোশ্যাল মিডিয়ার ডিজিটাল কনটেন্টকে হাতে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল একটি নতুন নীতি। বিগত ২৫ ফেব্রুয়ারি এই নতুন নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার । তারপর টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো বেসরকারি সংস্থাকে বলে দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে এবং নতুন নিয়ম গ্রহণ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্থাই কিছু করেনি। অন্যদিকে, কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই দিনের মধ্যে যদি ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া নতুন নীতি না মেনে নেয়, তাহলে কিন্তু ভারতে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার।
এছাড়াও মোদি সরকার এই সমস্ত অ্যাপ্লিকেশন এর বিরুদ্ধে মামলা করার ক্ষমতা রাখছে। অন্যদিকে নতুন বিধি চলে আসার পরে সোশ্যাল মিডিয়ার পোস্টের উপরে নজর রাখার জন্য এটি নতুন কমিটি গঠন করেছে। এই টিমের মধ্যে রয়েছে মহিলা ও শিশু কল্যাণ, প্রতিরক্ষা, বিদেশ, আইন, তথ্যপ্রযুক্তি, তথ্য এবং সম্প্রচার দপ্তরের উচ্চপদস্থ কর্মীরা। এছাড়াও একজন অফিসার নিয়োজিত হবেন এবং তিনি যে কোনো কন্টেন্ট ব্লক করে দেওয়ার স্বাধীনতা রাখবেন। সঙ্গে বলে দেওয়া হয়েছে, অন্য কোন দেশের আইন অনুযায়ী ভারতে ব্যবসা করা যাবে না, ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনে চলতেই হবে।