ঋষভ পন্থের অস্ট্রেলিয়ার ফরম এখনও দেশের মাটিতেও একই রকম আছে। ইংল্যান্ড এর বিরুদ্ধে দুর্দান্ত ৭৭ রান করার পরে তিনি আবারও বুঝিয়ে দিলেন, ভারতের জন্য এখন উইকেট কিপার ফিনিশার হিসাবে তিনি অন্যতম। এই ৭৭ রান করতে তিনি খরচ করেছিলেন ৪০ টি বল। আর এই ৪০টি বলে তিনি বেশ কয়েকটি ছক্কা এবং চার হাকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। একটা সময় ছিল যখন ভারতের ইনিংস ১৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই পরিস্থিতিতে ঋষভ এবং হার্দিক এর দুর্দান্ত পার্টনারশিপ ভারতের ইনিংসকে বেশ ভালো জায়গায় এনে দাড় করিয়ে দেয়। ইংলিশ বোলারদের প্রত্যেকটি বল তিনি দুরন্ত দক্ষতার মাধ্যমে সামলেছেন। এবং তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন তার জোড়িদার হার্দিক পন্ডিয়া।
৫০ রান করার পরেও ঋষভ এর এই ইনিংস কোনোভাবেই থামলনা। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেওয়ার পরে ইংল্যান্ডের এই ম্যাচের অধিনায়ক জস বাটলারের গ্লাভসে বল দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। আগে ঋষভ পন্থকে দেখা যেত, তিনি একটি দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট দিয়ে দিতেন। কিন্তু সময় মানুষকে বদলায়। এখন তিনি অনেক ম্যাচিউরড একজন ব্যাটসম্যান। সর্বোপরি ভারতের লোয়ার মিডিল অর্ডারের একজন দুর্ধর্ষ ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন পন্থ। এবং এই ইনিংস দেখে নেটিজেনরাও তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। টুইটারে তার জন্য একের পর এক প্রশংসাসূচক টুইট আসছে। জনপ্রিয় হিন্দি ছবি 'হেরা ফেরির' কালজয়ী ডায়ালগ ব্যবহার করে তাকে অনেকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন। টুইটারে ঋষভ বর্তমানে 'দেব মানুষ' হিসাবেই ভাইরাল।