ঠিক ছিল এ বছরের ২৪ জুলাই টোকিও–তে শুরু হবে অলিম্পিক গেমস৷ কিন্তু করোনা অতিমারির কারণে থমকে গেল বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতা৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)–র সিদ্ধান্ত ২০২১–এর ২৩ জুলাই টোকিওতেই শুরু হবে অলিম্পিক গেমস৷ কিন্তু খেলা পিছিয়ে যাওয়ায় খরচ বেড়ে যাচ্ছে বিপুল পরিমাণে৷
আইওসি সূত্রে জানা গেছে, এ বছরের জন্য খরচ ধরা হয়েছিল ১২৬০ কোটি মার্কিন ডলার৷ কিন্তু করোনা পরিস্থিতি মোকাবিলা সহ আরও নানা কারণে আগামী বছরের অলিম্পিকে খরচ হবে আনুমানিক ১৫৪০ মার্কিন ডলার৷ অর্থাৎ খরচ বাড়ছে ২২ শতাংশের মতো৷ কমিটি জানিয়েছে, শুধু করোনা মোকাবিলা খাতেই খরচ হবে ৯০ কোটি ডলার৷ পরীক্ষা–নিরীক্ষা, অসুস্থদের জন্য ক্লিনিক, পানীয় জল সহ যাবতীয় সুরক্ষা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চায় না কমিটি৷ কমিটির সিইও তোসিরো মুতো জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে তাঁরা অত্যন্ত সতর্ক৷ যত বেশি সংখায় সম্ভব, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের গেমস ভিলেজে রাখার ব্যবস্থা করবেন তাঁরা৷ সব মিলিয়ে খরচের পরিমাণে রেকর্ড করতে চলেছে আগামী টোকিও অলিম্পিক৷