টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics, 2020) সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) গোটা দেশবাসীর হার্টথ্রোব হয়ে উঠেছেন। সোনা জয়ের করে দেশে ফেরার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই ভারতীয় অ্যাথলিট। অভিনব বিন্দ্রার পর এই প্রথম কোনো ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। এছাড়া চলতি বছরের টোকিও অলিম্পিক্সে একমাত্র সোনা এসেছে নীরজের হাত ধরেই। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে যে গত দু'দিন ধরে জ্বর এবং গলা ব্যথায় ভুগছেন দেশের সোনার ছেলে। তাহলে কি করোনা (Corona) আক্রান্ত তিনি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল গোটা নেটমহলে। তবে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, "তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। জ্বর এবং গলা ব্যথা কমছে না। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসায় ভয়ের কোনো কারণ নেই। আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন তিনি।" গতকাল অর্থাৎ শুক্রবার হরিয়ানা সরকারের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের। কিন্তু জ্বর আসার কারণে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এরপর আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই অনুষ্ঠানে তিনি যাবেন নাকি তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, টোকিওতে সোনালী সাফল্য পাওয়ার পাশাপাশি নীরজ চোপড়া নতুন রেকর্ড গড়েছেন। জ্যাভলিন থ্রো খেলার বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ১৩১৫ পয়েন্ট। তাঁর উপরে প্রথম স্থানে রয়েছেন জার্মানির জোনাস ভেটের। চলতি বছরের অলিম্পিক্সে নীরজের কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন জোনাস। কিন্তু দ্বিতীয় থ্রোয়ের সময়ে পাতে সামান্য চোট পাওয়ার জন্য তিনি জিততে পারেননি। তাঁর সংগ্রহে রয়েছে ১৩৯৬ পয়েন্ট। টোকিও সোনা জয়ের পর এবার নীরজের পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।