তরুণ তুর্কিদের নিয়ে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খুব সহজেই জিতে নিয়েছিল গত রবিবার। ভারতীয় দলকে প্রতিহত করার কোনো সুযোগই পায়নি শ্রীলংকার অনভিজ্ঞ দল। ম্যাচ শুরু হওয়ার প্রথম থেকেই টিম ইন্ডিয়া তাঁদের জাদু দেখাচ্ছিল। ৮০ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া শ্রীলংকার দেওয়া টার্গেট পূরণ করে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার। টিম ইন্ডিয়া আজকে ফের ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিতে চায়। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে মাঠে খেলতে নামবে শ্রীলঙ্কান ক্রিকেট টিম। আজ কলম্বোতে আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে এবং ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
গত রবিবারের ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান পৃথ্বী শ ও ঈশান কিশান দুর্দান্ত আক্রমনাত্মক মেজাজে ব্যাটিং করে দলের জয়ের পথ মসৃণ করে তুলেছিল। তাঁদের সাথে তাল মিলিয়ে অভিজ্ঞ ভারতীয় ওপেনার তথা দলের অধিনায়ক শিখর ধাওয়ান দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তবে ব্যাটিং অর্ডার দুর্দান্ত খেললেও ফের ভারতীয় দলের বোলিং দুর্দশা ফুটে উঠেছিল রবিবারের ম্যাচে। চাহার ও ভুবি জুটি প্রথম ৮ ওভারে উইকেট তুলে নিতে পারেনি। এমনকি শেষ পাঁচ ওভারে অনেক রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার। এই ব্যর্থতাগুলি শুধরে নিয়ে আজ ভারত শ্রীলংকা দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তাঁরা আজ ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করবে।