চলতি আইপিএলে (IPL) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (KKR) শুরু থেকেই দুরন্ত ছন্দে। এখনও পর্যন্ত ৩ ম্যাচে ২ টি জয় ছিনিয়ে নিয়েছে। সোমবার কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দলে যোগ দিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। সেই কেকেআরের নতুন চমক রাসিখ সালাম (Rasikh Salam)। জম্মু-কাশ্মীরের এই তরুণ বোলারের দুরন্ত ঘূর্ণি নাইট শিবিরে বাড়তি জোর আনল তো বটেই। প্রথম ম্যাচেই উইকেট না পেলেও দুরন্ত বল করতে দেখা গেল উপত্যকার এই তরুণ বোলারকে।
এদিন টসে জিতে কলকাতা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই যথেষ্ট চাপে রাখে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। মুম্বইয়ের ইনিংসের তৃতীয় ওভারে সেই চমক দেখালেন উমেশ যাদব (Umesh Yadav)। পুল করতে গিয়ে উমেশ যাদবের বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচ তুলে দিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি আইপিএলে এখনও পর্যন্ত কোন বড় ইনিংস খেলতে পারেননি হিট-ম্যান। পাওয়ার প্লে-তে মুম্বইয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৫।
মুম্বইয়ের ব্রেভিস (Dewald Brevis) যখন দুরন্ত ফর্মে তখনই বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy)বলে দুরন্ত স্ট্যাম্প আউট করালেন নাইট শিবিরের উইকেট রক্ষক স্যাম বিলিংস (Sam Billings)। কলকাতা উইকেট রক্ষক নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বলা হয়েছিল উইকেট কিপারের কারণে কলকাতাকে ভুগতে হতে পারে। তবে গত কয়েকটি ম্যাচে স্যাম বিলিংসের পারফরম্যান্স যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছেই। না, আজকের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা ঈশান কিষাণ (Ishan Kishan)। ১১ ওভারে মুম্বইয়ের সংগ্রহ তখন ৩ উইকেট হারিয়ে ৫৫।
মাঠে তখন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তিলক ভর্মা (Tilak Varma)। দু'জনের অনবদ্য ইনিংসে মুম্বই অনেকটাই এগিয়ে। চলতি আইপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ৩৬ বলে ৫২। সূর্যকুমার যাদবের পর মাঠে নামেন মুম্বই টিমের অন্যতম বিগ হিটার পোলার্ড। মাত্র ৫ বলেই ২২ রান। আর তার সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ১৬১। অনেকটাই প্রতিযোগিতা দিল কলকাতাকে।
শুরু থেকেই নাইট শিবির যেভাবে মুম্বইকে চাপে রেখেছিল, শেষের দিকে তা আর থাকেনি। শেষ পাঁচ ওভারে ৭৬ রান। রানরেট ১৫-র ওপরে। নাইট শিবিরে ওপেনিং করতে নামেন আজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। রাহানে বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে মাত্র ৭ রান করেই ফিরে যেতে হয়। রাহানের আউটের পর মাঠে নামেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও মাত্র ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। কলকাতার পাওয়ার প্লে-তে মাত্র ৩৫ রান, তা-ও ২ উইকেট হারিয়ে।
এরপর মাঠে নামেন উইকেট রক্ষক স্যাম বিলিংস। তিনিও মাত্র ১৭ রানে আউট হয়ে ফিরে যান। তবে আজকের ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ভালোই ফর্মে ছিলেন। প্রথম তিনটি ম্যাচে তেমন কোন রান পাননি। তবে আজকের ম্যাচে নিজের সেরাটুকুই দিলেন। না, আজকের ম্যাচে রাসেল ঝড় ছিল না, ছিল কামিন্স ঝড়। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ব্যাটে-বলে দুরন্ত ইনিংস খেললেন প্যাট কামিন্স। ১৫ বলে ৫৬। পাঁচ উইকেটে ম্যাচ জিতল কলকাতা।