নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেলো ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স। পয়েন্ট টেবিলে সবথেকে নীচে থাকা টিম হারিয়ে দিলো এক নম্বরে থাকা টিমকে।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান করে হায়দ্রাবাদ। ওপেনার জনি ব্যারিস্টো অর্ধ শতরান করেন। যোগ্য সঙ্গ দেন ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন। জবাবে ব্যাট করতে নামা দিল্লি প্রথম ওভারেই পৃথ্বী শ-এর উইকেট হারিয়ে চাপে পরে যায়। পরে যখনই একটু একটা করে পার্টনারশিপ তৈরি হতে গেছে তখনই উইকেট তুলে নিয়ে দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে হায়দ্রাবাদ।
যখন আইপিএলে ২০০-র বেশি রান অনায়াসে চেজ হয়ে যাচ্ছে তখন ১৬২ রান কিভাবে ডিফেন্ড করতে হয় দেখিয়ে দিলো ওয়ার্নাররা। সীমিত ওভারে সবথেকে বড় অস্ত্র যে ইয়র্কার সেটা আবার দেখিয়ে দিলো সানরাইজার্সের বোলাররা। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রাশিদ খান ম্যাচের সেরা।