ইতিহাস রচনা করলেন রাফায়েল নাদাল। রজার ফেডেরার, নোভাক জকোভিচকে টপকে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। রড লেভার অ্যারেনায় ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারালেন ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে। এই নিয়ে দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি। এবার অস্ট্রেলিয়ান ওপেনের আগে নাদাল-জকোভিচ-ফেডেরার তিন কিংবদন্তিই ২০টি করে গ্রান্ডস্লাম জিতে পুরুষ বিভাগে একত্রে শীর্ষে ছিলেন। কিন্তু রবিবার সব পরিসংখ্যানটাই পাল্টে দিলেন নাদাল। আর নাদালের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া জগৎ। শুভেচ্ছা জানালেন টেনিস থেকে ক্রিকেট সব দুনিয়ার তাবড় খেলোয়াড়রা। তারই কিছু শুভেচ্ছাবার্তা এখানে তুলে ধরা হলো।
কিংবদন্তি টেনিস প্লেয়ার রজার ফেডেরার ইনস্টাগ্রামে লিখেছেন, "কি অসাধারণ ম্যাচ! প্রথম পুরুষ প্লেয়ার হিসেবে একক ভাবে ২১টি গ্রান্ডস্লাম জয়ের জন্য আমার বন্ধু এবং বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল-কে আন্তরিক অভিনন্দন। কয়েক মাস আগে আমরা দু'জনেই ক্রাচে ভর করে চলাফেরা করা নিয়ে মজা করছিলাম। সত্যিই এই জয় আশ্চর্যজনক।" জোকোভিচ টিকা নিতে অস্বীকার করার জন্য তাঁর প্রতি তোপ পর্যন্ত দেগেছিলেন নাদাল। তবে এমন বিশেষ দিনে সব বৈরিতা ভুলে প্রবল প্রতিপক্ষ নাদাল-কে শুভেচ্ছা জানালেন জোকার। টুইটারে জোকোভিচ লিখেছেন, "২১টা গ্রান্ডস্ল্যাম জয় কিন্তু মুখের কথা নয়। তুমি আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ। কিন্তু তোমার লড়াকু মনোভাব অস্বীকার না করে উপায় নেই। আরও একবার কুর্নিশ জানাই।" "অসাধারণ, অত্যাশ্চর্য!! আপনার 21 তম গ্র্যান্ড স্লাম জয় অবিশ্বাস্য! অভিনন্দন রাফায়েল নাদাল!" টুইট করেছেন সচিন তেন্ডুলকর। সাইনা নেওয়াল থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন, ক্রীড়া জগতের প্রায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নাদালকে।