সিনেমার পর্দায় ভিলেন হলেও বাস্তবের নায়ক 'মসিহা' সোনু সুদ এবার বিশ্বমঞ্চে ভারতের মুখ হয়ে প্রতিনিধিত্ব করবেন। পরের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে রাশিয়ায় অনুষ্ঠিত হবে উইন্টার অলিম্পিকস। বিশ্বের বাকি দেশগুলোর মতোই এই খেলাতে অংশগ্রহণ করবে ভারত, আর এখানেই ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সোনু সুদ। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে মুম্বাইয়ে নিজের অধিকাংশ বহুতল আবাসন বন্ধক রেখে ফুটপাতবাসীদের পাশে দাঁড়ানো, একের পর এক নজিরবিহীন জনকল্যাণমূলক কাজে ব্রতী থেকেছেন সোনু। মসিহার প্রতি সন্মান এসেছে দেশের সব প্রান্ত থেকে।
১৯৬৮ থেকে শুরু হবার পর প্রতি দুবছর অন্তর শীতকালীন এই অলিম্পিক অনুষ্ঠান উদযাপিত হয়। এতে অংশ নিতে পারেন কেবলমাত্র বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রাই। অতিসম্প্রতি ভার্চুয়াল বৈঠকেও হাজির ছিলেন তিঁনি। এই গেমসে ভারতের মুখ হবার খবর পেয়ে উচ্ছ্বসিত সোনু তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, এইরকম একটি সুযোগ পেয়ে গর্ববোধ হচ্ছে। দেশের খেলোয়াড়রা রাশিয়ার মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবেন, এমনটাই প্রার্থনা করলেন তিঁনি। সাংবাদিক বৈঠকে মতপ্রকাশ করলেন, বিদেশের মাটিতে নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠিত করার জন্য এটা অনেক বড়ো সুযোগ। দেশের খেলোয়াড়রা এই সুযোগের সদ্ব্যবহার করুন, এটাই চান মসিহা। সোনুর এই বিরাট প্রাপ্তির দিনে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ফ্যানেরা।