আইপিএল শুরু হতে মাঝে আর দুদিন। নিজের নলেজ আরেকটু বাড়িয়ে নিলে খেলা দেখার সময় হওয়া আড্ডায় আপনাকে কেউ ছাপিয়ে যেতে পারবে না...
জেনে নিন শেষ ১২ বছরের কিছু বিশেষ রেকর্ড
-
সর্বোচ্চ টিম স্কোর - ২৬৩/৫ ( ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে করেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর )
-
সর্বনিম্ন টিম স্কোর - ৪৯/১০ ( ২০১৭ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করেছিল কলকাতার বিরুদ্ধে)
-
একটা ম্যাচে দুটো টিম মিলিয়ে সর্বোচ্চ রান - ৪৬৯ ( ২০১০ সালে চেন্নাই বনাম রাজস্থান )
-
একটা ম্যাচে দুটো টিম মিলিয়ে সর্বনিম্ন রান - ১৩৫ ( ২০১৭ সালে দিল্লি বনাম পাঞ্জাব )
-
সর্বোচ্চ জেতার হার - সিএসকে (৬১.২৮%)
-
সবথেকে বেশি ম্যাচ জিতেছে - মুম্বাই ইন্ডিয়ান্স (১০৭ টি)
-
সবথেকে বেশি ম্যাচ হেরেছে - দিল্লি (৯৭ টি)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি জিতেছেন - এম এস ধোনি ( ১০৪ টি ম্যাচ)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি হেরেছেন - বিরাট কোহলি ( ৬৯ টি ম্যাচ)
-
সবথেকে বেশি ম্যাচ খেলেছেন - সুরেশ রায়না (১৯৩ টি)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন - এম এস ধোনি ( ১৭৪ টি)
-
সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ - ২২৯ রান। ( ২০১৭ সালে আরসিবির বিরাট কোহলি এবং এ বি ডিভিলিয়ার্সের মধ্যে)
-
সর্বোচ্চ বার ম্যান অফ দ্যা ম্যাচ - ক্রিস গেইল ( ২০ বার)