আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুটি দল। একদিকে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে আবার নবাগত ক্যাপ্টেন রিশব পন্থের দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লি ক্যাপিটালস এর নতুন ক্যাপ্টেন রিশব প্রথম দিনেই মানুষের মন করে নিলেন জয়। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সবদিকেই এদিন অনেকটা এগিয়ে ছিল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম ইনিংসেই খেলতে নামেন চেন্নাইয়ের হয়ে ফাফ দু প্লেসিস এবং গায়কোয়ার। কিন্তু দুজনেই খুব খারাপ প্রদর্শন করার পরে ম্যাচের হাল ধরেন মঈন আলি। মঈন আলী তার ২৪ বলে করা ৩৬ রানের মাধ্যমে চেন্নাই কি একটা জায়গায় পৌঁছে দিলেন। তারপর বহুদিন পরে কাম ব্যাক করে দুর্দান্ত ইনিংস খেললেন চেন্নাই সুপার কিংস এর অন্যতম বড় ভরসা সুরেশ রায়না। মাত্র ৩৬ বলে তিনি করে দিলেন ৫৪টি রান। তারপরে স্যাম কারান, জাদেজা মিলে চেন্নাই কে খুব ভালো জায়গায় পৌঁছে দিলেন। চেন্নাইয়ের সংগ্রহ দাড়ায় ১৮৮।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস এই বিশাল রানের টার্গেট তাড়া করার জন্য আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। পৃথ্বী শ, এবং শিখার ধাওয়ান দুর্দান্ত ইনিংস খেলেন। পৃথ্বীর ব্যাট থেকে বেরোলো একটি দারুন ৩৮ বলে ৭২ রানের ইনিংস। পিছিয়ে ছিলেননা তার সহ যোদ্ধা শিখর ধাওয়ান। তিনি করলেন ৫৪ বলে ৮৫ রানের একটি দারুন ইনিংস। তারপর বাকি রান করার জন্য মাঠে নামেন পন্থ এবং মার্কাস স্টইনিস। দিল্লি ৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে পরাস্ত করে চেন্নাই সুপার কিংসকে।