একবার করে মোমেন্টাম এসেও চলে যাচ্ছে কলকাতার থেকে। লিগ টেবিলে একটা ভালো অবস্থায় থাকা নাইটরা আজকের হারে একটা বড়ো ধাক্কা খাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যাটে বলে কোনোদিকেই ব্যাঙ্গালোরের সামনে দাঁড়াতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ম্যাচ ছেড়ে দিলো কলকাতা। নারিনের না খেলতে পারা যেন কলকাতার টিমের ব্যালেন্স ঘেঁটে দিলো।
অন্যদিকে ব্যাট হাতে সফল আরসিবি। চারজন ব্যাটসম্যানই ৩০ এর বেশি রান করলেন। আর বল হাতেও সবার ইকোনমি প্রশংসাযোগ্য।
স্কোরবোর্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯৪/২ (২০.০)
এ বি ডিভিলিয়ার্স - ৭৩*(৩৩) প্রসিদ কৃষ্ণ - ৪-০-৪২-১
কলকাতা নাইট রাইডার্স ১১২/৯ (২০.০) শুভমন গিল - ৩৪(২৫) ক্রিস মরিস - ৪-০-১৭-২
ম্যাচের সেরা - এ বি ডিভিলিয়ার্স।