ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশের পর ফের টি২০ ফরম্যাটে রোহিত ব্রিগেডের জয় দিয়ে যাত্রা শুরু। ৬৮ রানে ক্যারিবিয়ানদের পরাস্ত করল ভারতের ব্লু ব্রিগেড। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত খেলা শেষে একটাই পরিণতি জয়, ফের দেখল ক্রিকেটপ্রেমী আমজনতা।
চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে একসঙ্গে একাধিক রেকর্ড গড়ল ভারত। হিট ম্যান রোহিত শর্মা (Rohit Sharma) টি২০ ক্রিকেটে মার্টিন গাপ্তিলের রেকর্ড ভেঙে দিলেন। টি২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক হলেন রোহিত শর্মা। এতদিন এই শিরোপা বহন করছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল।পাশাপাশি এদিন দীনেশ কার্তিকের (Dinesh Karthik) অনবদ্য ইনিংস বিশ্বের অন্যতম ফিনিশার এম এস ধোনির কথা মনে করিয়ে দিল।
এদিন ওপেনিং করতে নেমে ৪৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ৬৪ রানের হিসেব ধরেই টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ৩,৪৪৩ রানের পাহাড় তৈরি করলেন হিট ম্যান। এতদিন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার মার্টিন গাপ্তিলের সেই সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩,৩৯৯। অচিরেই তাঁকে টপকে জায়গা করে নিলেন রোহিত শর্মা।
এদিনের ম্যাচে দীনেশ কার্তিকের অনবদ্য ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। ১৯ বলে ৪১ নট আউট, যেন মহেন্দ্র সিং ধোনিকেই মনে করিয়ে দিল। এখানেই শেষ নয়, টি২০ ক্রিকেটে বিরাট কোহলিকেও হারিয়ে দিলেন রোহিত শর্মা। সর্বোচ্চ অর্ধশত রানের রেকর্ড গড়লেন তিনি। এতদিন পর্যন্ত ৩০ টি হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল কোহলির। গতকালের ম্যাচের পর সেই তালিকায় চলে এলেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে ৩১ টি অর্ধ শতরানের রেকর্ড তৈরি হল।