ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মুকুটে এবারে যুক্ত হলো আরও একটি নতুন পালক। এতদিন পর্যন্ত ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় জিতিয়েছেন পন্থ। এবারে উত্তরাখণ্ড সরকার তাদের ঘরের ছেলেকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পন্থ। রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, 'ঋষভ ভারতের অন্যতম একজন সেরা ক্রিকেটার। তিনি তরুণদের আদর্শ, উত্তরাখণ্ডের সুযোগ্য সন্তান হিসেবে ঋষভকে আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ওকে দেখে আগামী দিনে উত্তরাখণ্ডের তরুণ-তরুণীরা আরো বেশি করে খেলায় আগ্রহী হতে পারবেন।'
বিগত কয়েকদিনে ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য হয়ে উঠেছেন ঋষভ পন্থ। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি চুটিয়ে খেলেছেন। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করে ভারতকে জয়লাভ করেছেন তিনি। তার মধ্যে গত অস্ট্রেলিয়া সফরের গাব্বা টেস্টের দ্বিতীয় টেষ্টে ঋষভের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ক্রিকেট বিশ্বের অনেকেই এই পারফরম্যান্স দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। শুধু তাই নয় আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব করে দলকে অনেক এগিয়েছেন পন্থ। দিল্লি ক্যাপিটালস এখনো পর্যন্ত একবারের জন্যেও আইপিএলে চ্যাম্পিয়ন না হলেও, ঋষভ তার ব্যাটিং দক্ষতা দিয়ে দিল্লিকে একটা ভালো জায়গায় এনে দাঁড় করিয়েছেন। এই বছরেও দিল্লির অধিনায়কত্ব করবেন ঋষভ। তাই, এই তরুণ ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে পজিটিভ বার্তা দিল উত্তরাখণ্ড সরকার।