২১ নভেম্বর, ২০২৪
খেলা

বর্ণবিদ্বেষী আক্রমণ কোনওমতেই গ্রহণযোগ্য নয় : প্রতিবাদ বিরাট কোহলি'র

শনিবারের পর রবিবারও একই ঘটনার পুনারাবৃত্তির
virat kohli on recism Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৯:১৪

সিডনির ঘটনায় ক্রিকেট বিশ্ব তোলপাড়! শনিবার গ্যালারি থেকে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে কিছু ফ্যানেরা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। যার পর মাঠেই আম্পায়ারদের রাহানেরা অভিযোগ জানান। আইসিসিকেও লিখিত অভিযোগ জানায় বিসিসিআই। শনিবারের পর রবিবারও একই ঘটনার পুনারাবৃত্তি।

এরপরেই ভারতে বসেই সিডনি টেস্টে বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বিরাট কোহালি। ভারতীয় অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, "এ ধরনের ঘটনার কোনও ক্ষমা নেই এবং কড়া হাতে অভিযুক্তদের শাস্তি দিতে হবে।"

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও কড়া সমালোচনা করে জানিয়েছেন, 'যারা এসব করেছে, তাদের তিনি ঘৃণা করেন।'

শুধু তাই নয়, রবিবার কোহলি ট্যুইট করে বলেন, “বর্ণবিদ্বেষী আক্রমণ কোনওমতেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনের ধারে লজ্জাজনক অনেক মন্তব্য করা হয়েছে। এরকম অনেক ঘটনা কানে এসেছে। উশৃঙ্খল আচরণের নিকৃষ্টতম নিদর্শন এটা।

ক্রিকেট মাঠে এরকম ঘটনা ঘটতে দেখে খারাপ লাগছে। দ্রুত তৎপরতা এবং গুরুত্বের সঙ্গে এ ধরনের ঘটনাগুলিকে দেখতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করার সাহস না পায়।”

অন্যদিকে, সিডনির ঘটনা নিয়ে আইসিসি কড়া পদক্ষেপ নিচ্ছে৷ ঘটনার খবর পেয়েই তারা দ্রুত কাজে নেমে পড়েছে৷ দোষীদের চিহ্নিত করে তাঁদের ধরার ব্যবস্থা করছে আইসিসি৷ সিডনি মর্নিং হেরাল্ডের প্রকাশিত খবর অনুযায়ি এনএসডাব্লু ও আইসিসি একসঙ্গে অপরাধীদের ধরার কাজ করছে৷ গ্রাউন্ডে ৮০০ -র বেশি ক্যামেরা রয়েছে৷ করোনা ভাইরাসের কারণে মাঠে উপস্থিত ১০ হাজার ৭৫ জন দর্শকের সব খবর মাঠ কর্তৃপক্ষের কাছে রয়েছে৷

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka
১ অক্টোবর

বলিউডের চর্চিত এই দম্পতির প্রথম সন্তান তথা ভামিকার বয়স ২ বছর

Virat Anushka
৮ আগস্ট

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Sunil Chhetri wife
৪ মার্চ

আপাতত সেই ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Anushka virat 1
২১ নভেম্বর

সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে

Virat Anushka
২১ অক্টোবর

আজ সারাদিন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য ইডেন গার্ডেন্স থেকে হাওড়ার আন্দুল রাজবাড়ি- ছুটে বেড়িয়েছেন অনুষ্কা শর্মা

Anushka virat 1
৪ সেপ্টেম্বর

আজকের ম্যাচে ভারতের হতাশাজনক বোলিংয়ের কারণেই জিতল পাকিস্তান

Pakistan vs india 2nd round asia cup
৪ সেপ্টেম্বর

রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতীয় জোরে বোলার আবেশ খানও চোটের কারণে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে

India Pakistan cricket
৩ সেপ্টেম্বর

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের আলিবাগে ৮ একর জমি কিনেছেন বিরাট-অনুষ্কা

Anushka virat gallery
৩ সেপ্টেম্বর

নিজের নামের পাশে ২৩ টি গ্রান্ড স্ল্যাম, ৬ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, তিনি তো টেনিস দুনিয়ার বিস্ময়

Serena Williams
২ সেপ্টেম্বর

চৌবের প্রথম কাজ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের তদারকি করা

Kalyan chaubey
৩০ আগস্ট

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে প্রেস কনফারেন্সে এই বক্তৃতা রাখেন তিনি

Bhaichung bhutia
২৯ আগস্ট

আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো রোহিত শর্মার ভারত

India vs Pakistan asia cup 2022