টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) পি ভি সিন্ধুর (PV Sindhu) দুর্বার গতির সামনে বাধা হয়ে দাঁড়ালেন তাই জু ইং (Tai Tzu)। সিন্ধুর সোনা জয়ের স্বপ্ন চলতি বছরে অধরাই রইল। টোকিওতে সেমিফাইনাল ম্যাচে তাই জু ইংয়ের বিরুদ্ধে ১৮-২১, ১২-২১ ব্যবধানে হেরে গিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এরফলে শেষ চারের গন্ডি অতিক্রম করতে পারলেন না তিনি। তবে বলে রাখা ভালো সিন্ধুর কাছে জু বরাবরই কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৮ বারের সাক্ষাতে ১৩ বার জিতেছেন তাইপেইয়ের তারকা। তাঁর খেলার টেকনিক, আত্মবিশ্বাস এবং আগ্রাসী মনোভাব প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। এইজন্যই তাই জু ইংয়ের কাছে বিশ্বের এক নম্বর হওয়ার শিরোপা রয়েছে।
ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু বিশ্বের এক নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা বেশ ভালই করেছিলেন। ম্যাচের শুরুতেই জাপানের রাজধানীতে শোনা যাচ্ছিল সিন্ধু গর্জন। প্রথমে বেশ কিছু সময় তাইপেইয়ের তারকাকে ধরাশায়ী করেছিলেন সিন্ধু। কিন্তু দুর্দান্ত স্কিলের ফাঁদে উল্টে সিন্ধুকে ধন্দে ফেলে দেন তিনি। প্রথম গেমে একটিও স্ম্যাশ মারেননি তিনি। তবে দ্বিতীয় গেমে প্রথম থেকেই প্রতিপক্ষকে টেকনিকের জালে আটকে দেন তিনি। কার্যত আত্মসমর্পণ করে স্ট্রেট গেমে ম্যাচ সিন্ধু পরাজিত হন।
তবে সোনা জয়ের স্বপ্ন অধরা থাকলেও পদক জয়ের আশা এখনও জিইয়ে রেখেছেন হায়দ্রাবাদি শাটলার। এবার তিনি টোকিও অলিম্পিক্স খেলবেন ব্রোঞ্জ পদকের জন্য। অন্য সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিপক্ষের সাথে পরের ম্যাচ হবে সিন্ধুর।