টাটা আইপিএল ২০২২ এর ৩৮ তম ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। চলতি মরসুমে বেশ শোচনীয় অবস্থা চেন্নাইয়ের। মুম্বাইয়ের মত একের পর এক ম্যাচ হারছে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস। আজকেও সেই হারের ধারা অব্যাহত থাকল। পাঞ্জাবের সাথে প্রতিশোধের ম্যাচে খেলতে নেমে ১১ রানে পরাজিত হল চেন্নাই। প্রথম লীগের ম্যাচে ২ দলের সাক্ষাতে ৫৪ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পাঞাব। আজ রবীন্দ্র জাডেজার দলের সামনে পাল্টা সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। কিন্তু তাতেও তাঁরা ব্যর্থ হলেন। ১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করতে পারে চেন্নাই।
আজকের ম্যাচে টসে জিতে মায়ানক আগারওয়ালের পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলেন শিখর ধাওয়ানরা। আজ আইপিএল কেরিয়ারের ২০০ তম ম্যাচে খেলতে নেমে ৫৯ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে যান শিখর ধাওয়ান। এছাড়া তাঁকে যোগ্য সঙ্গ দেন শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। সে ৩২ বলে ৪২ রান করেন।
অন্যদিকে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে রবিন উথাপ্পা নিজের উইকেট খোয়ালেও শুরুটা ভালোই করেন ঋতুরাজ গায়কোয়াড়। সে ২৭ বলে ৩০ রান করেন। এরপর একের পর এক উইকেট পড়লে মাঠে নামেন আম্বাতি রাইডু। আজকের ম্যাচে সে এক অসাধারণ ইনিংস খেলেন। চাপের মুখে মাত্র ৩৯ বলে ৭৮ রান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যায়। ১৮৮ রান তাড়া করতে নেমে ১৭৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। আজকের ম্যাচের পর চেন্নাই সুপার কিংস ৮ টি ম্যাচ খেলে ২ টি জিতে পয়েন্ট টেবিলে ৮ নম্বর স্থানেই রইল। অন্যদিকে, পাঞ্জাব কিংস ৮ টি ম্যাচ খেলে ৪ টি ম্যাচ জিতে কলকাতা এবং দিল্লিকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে ৬ নম্বর স্থানে উঠে এল।