আগেই শ্রী সিমেন্টকে নতুন স্পনসর নিয়ে আইএসএল খেলার সব সুযোগ করে নিয়েছিলো ইস্টবেঙ্গল। শুধু অপেক্ষা ছিলো সরকারি ঘোষণার। রবিবার স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারপার্সন নীতা আম্বানি পাকাপাকিভাবে জানিয়ে দিলেন শতবর্ষের ক্লাবের আইএসএল খেলার কথা। ফলে এইবার আইএসএলে দশের পরিবর্তে ১১ টি ক্লাব খেলবে।
এইদিন নীতা আম্বানি বলেন, " ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের সমর্থকদের এই মেগা লিগে আনতে পারা আইএসএলের কাছে খুব গর্বের।" মোহনবাগান আগেই আইএসএলে নাম লিখিয়ে নিয়েছিলো। এখন সেই খাতায় নাম উঠে গেলো ইস্টবেঙ্গলেরও। দেশের অন্যতম প্রাচীন ক্লাব দুটির লড়াই- ডার্বি আইএসএলে এসে গিয়ে যে লিগের গরিমা বাড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না।