টোকিও অলিম্পিকজয়ী 'সোনার ছেলে' ফের একবার জয় করে নিল ভারতবাসীর মন। স্টকহোম ডায়মন্ড লিগে নিজের রেকর্ড ভাঙার পর জুনে ফিনল্যান্ডে নিজের জাতীয় রেকর্ডও ভেঙেছেন তিনি। এত সাফল্য সত্বেও তার পা রয়েছে মাটিতেই, সাফল্য তাকে উদ্ধত করেনি, বিনয়ী করেছে। আর তারই প্রমাণ হাতেনাতে মিলল এবার।
ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে, অনুরাগীরা তার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছে। ২৪ বছর বয়সী সোনার ছেলে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় বয়জ্যেষ্ঠ এক ভক্তর পা ছুঁয়ে নমস্কার করে। আর এই ভিডিওটিই ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।
ভক্তটিকে বলতে শোনা যায়, "সো ডাউন টু আর্থ।" বলাই বাহুল্য, তার এই আচরণ নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। একজন লিখেছেন, "সত্যিকারের বিজয়ীর পরিচয়।" আরও এক নেটিজেনের মন্তব্য, "খুবই বিনয়ী।" কেউ কেউ আবার শ্রদ্ধা লিখেছেন।ফলতঃ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে দেশের সবথেকে কম হেটার্স সম্পন্নদের মধ্যে নীরজ অন্যতম।