কিছুদিন আগেই ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছিল কোপা আমেরিকার (Copa America) ফাইনাল ম্যাচ। মেসি নেইমারের দুর্দান্ত ফুটবল খেলা দেখার জন্য মুখিয়ে ছিল গোটা বিশ্বের মানুষ। শেষপর্যন্ত ১-০ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাস্ত করে আর্জেন্টিনা। নীল সাদা জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছিল লিওয়েন মেসি বা LM10 (Lionel Messi)। প্রিয় তারকার এত বড় অ্যাচিভমেন্ট খুশির জোয়ারে ভাসিয়েছে গোটা বিশ্বের মেসিভক্তদের। কোপা আমেরিকা জিতে একাধিক ক্ষেত্রে রেকর্ড গড়েছেন মেসি। এমনকি টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও (Cristiano Ronaldo)। ফুটবল খেলার জগতে মেসি ও রোনাল্ডো প্রায় সমকক্ষের খেলোয়াড়। গোলের সংখ্যা বা ট্রফির সংখ্যা সবক্ষেত্রেই রোনাল্ডোর সাথে তাল মিলিয়ে চলেন মেসি। তবে কোপা আমেরিকা ট্রফি জেতার পর সোশ্যাল মিডিয়ার নিরিখে রোনাল্ডোকে টক্কর দিয়েছেন মেসি।
পোর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যানবেস গোটা বিশ্বজুড়ে বিস্তৃত। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে এই ফুটবল তারকার ফলোয়ার ছিল সর্বোচ্চ। এমনকি সোশ্যাল মিডিয়া দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলার ছবি ছিল রোনাল্ডোর পোস্ট করা। সেই পোস্টে তারকা ফুটবলার দিয়াগো মারাদোনার মৃত্যুতে তিনি শোকজ্ঞাপন করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিল কোপা আমেরিকার রাত্রে মেসির ট্রফির সাথে তোলা ছবি। ইতিমধ্যেই সেই ছবিতে ২০ মিলিয়নের বেশি লাইক চলে এসেছে। এছাড়াও ঐদিনকার মেসির পোস্ট করা বেশিরভাগ ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। বিশেষ করে মেসি তার স্ত্রীর সঙ্গে ভিডিও কল করার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।