সামনের আগষ্টে ৩৯ থেকে ৪০-এ পা দেবেন টেনিস বিশ্বের রাজা রজার ফেডেরার (Roger Federer)। সোমবার নিজের পছন্দের টুর্নামেন্ট উইম্বলডনে (Wimbledon) পুরনো ফর্মেই ফিরে নিজের চেয়ে ১৩ বছরের ছোট ইটালির লরেঞ্জো সোনেগোকে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছিলেন। তবে বুধবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে যেভাবে পরাস্ত হলেন, তাতে অবাক বিশ্বের টেনিসপ্রেমিরা। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পরাস্ত হলেন হুবের্ট হুরকাজের কাছে।
বুধবার কিং রজার যেভাবে হারলেন প্রতিপক্ষের কাছে তা দেখে হতবাক গোটা টেনিস বিশ্ব। সরাসরি সেটে হারলেন। আর শেষ সেটে ০-৬-এ হারলেন। তাহলে এবার প্রশ্ন উঠেছে, তাহলে এটাই কি ফেডেক্সের শেষ টুর্নামেন্ট? এবার কি অবসর ঘোষণা করবেন তিনি? যদিও কিং রজার জানিয়েছেন, "এটা আমার শেষ ম্যাচ কিনা আমি জানি না। এবার আমাকে ক'টা দিন সময় নিয়ে ভাবতে হবে। এই ধরনের পরিস্থিতিতে আমাকে আগে কখনও পড়তে হয়নি। বিশেষ করে উইম্বলডনে।"
এই ম্যাচের প্রথম সেটে হেরে যান ফেডেরার। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ট্রাইব্রেকারে তিনি পোল্যান্ড তারকা হুবের্ট হুরকাজের কাছে পরাজিত হন। যা দেখে টেনিস বিশ্ব স্তম্ভিত। পর পর আটবারের উইম্বলডন চ্যাম্পিয়নের এমন পরাজয় মানতে পারছেন না টেনিসপ্রেমিরা। অন্যদিকে পোল্যান্ড তারকা হুবের্ট হুরকাজ জানিয়েছেন, "ফেডেরারের সঙ্গে খেলাটাই আমার কাছে স্পেশ্যাল ব্যাপার। তার উপর উইম্বলডনে ফেডেরারের মতো কিংবদন্তি তারকাকে হারানো, অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।"