টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) একজন ভারতীয় পদক জয়ের স্বপ্ন উজ্জ্বল করলেন। এই প্রথমবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন এই অ্যাথলেটিক্স। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে পোস্টার বয় হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন জ্যাভলিন থ্রোয়ার (Javlin Throw) নীরজ চোপড়া (Neeraj Chopra)। গ্রুপ 'এ' যোগ্যতা অর্জন পর্বে সরাসরি ৮৬.৬৫ মিটার ছুঁড়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রথম চেষ্টাতেই লক্ষ্যে পৌঁছে যেতেই আর দ্বিতীয় এবং তৃতীয় প্রচেষ্টার সামিল হতে হয়নি নীরজকে।
গ্রুপ 'এ'-তে নীরজের সঙ্গে নেমেছিলেন সোনা জয়ের অন্যতম দাবিদার জার্মানির জোহানেস ভেটের। তিনি যোগ্যতা অর্জন পর্বে ৮৫.৬৪ মিটার ছুঁড়েছেন। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফিনল্যান্ডের লাসি এটেলাটালো। তিনি ছোঁড়েন ৮৪.৫০ মিটার। যদিও আর এক ভারতীয় শিবপাল সিংএই পর্বে ব্যর্থ হয়েছেন। বিশ্ব তালিকায় ১৬-তে থাকা নীরজ চোপড়ার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন পর্বে এ ধরণের সাফল্য দেশের কাছে পদক জয়ের আশা উজ্জ্বল করেছে। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা এবং ২০১৮ সালে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস-এ সোনা উপহার দিয়েছিলেন এই তারকা অ্যাথলিট।
অন্যদিকে ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজির বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেলেন রবি কুমার দাহিয়া। প্রথম বাউটে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আর্বানোকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি কুমার। সেই সঙ্গে তিনি সহজেই জায়গা করে নেন কোয়ার্টার ফাইনাল বাউটে। এরপর কোয়ার্টার ফাইনাল বাউটে রবি কুমার ১৪-৪ ব্যবধানে পরাজিত করেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভকে। সেমিফাইনাল বাউটে রবি কুমারের প্রতিপক্ষ কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভ। সেমিফাইনাল বাউটে জিতলেই টোকিওয় পদক জয় নিশ্চিত করবেন রবি।
আর এক ভারতীয় দীপক পুনিয়া ৮৬ কেজির কুস্তির বিভাগে সেমিফাইনালে উঠলেন তিনি। চিনের লিন জুশেনের বিরুদ্ধে ৬-৩ ব্যবধানে জিতে গেলেন তিনি। সেমিফাইনালে তিনি আমেরিকার ডেভিড মরিসের বিরুদ্ধে মুখোমুখি হবেন তিনি। সেমিফাইনালে বাউট জিতলেই তিনি পদক নিশ্চিত করবেন।