আইএসএলের (ISL) প্রথম লীগের সেমিফাইনালের প্রথম ম্যাচেই ছন্দ কাটলো এটিকে মোহনবাগানের (ATK Mohonbagan)। এক গোলে এগিয়ে থেকেও তিনটি গোল হজম করে হায়দ্রাবাদ এফসি'র (Hyderabad FC) কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হল এটিকে মোহনবাগান।
এদিনের শুরুটা মন্দ করেননি বাগানের খেলোয়াড়রা। প্রথম থেকেই ছোট ছোট পাসে খেলে বলকে নিজেদের দখলে রাখছিলেন রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, সন্দেশ ঝিঙ্গান'রা। ম্যাচের ১৮ মিনিটে বাঁ দিক থেকে লিষ্টনের বাড়ানো বলে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ২১ মিনিট পর্যন্ত মোহনবাগানের রক্ষণভাগ অভেদ্য বলে মনে হচ্ছিল। যদিও তাল কাটে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। হায়দ্রাবাদের হয়ে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান বার্থোলোমিউ ওগবেচে।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের রক্ষণের উপর চাপ বাড়াতে থাকেন হায়দ্রাবাদ এফসি'র খেলোয়াড়েরা। ম্যাচের ৫৮ মিনিটে হায়দ্রাবাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ ইয়াসির। সেইসাথে মোহনবাগানের জেতার রাস্তা আরো সংকীর্ণ হয়ে পড়ে। ম্যাচের ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন জেভিয়ের শিভেরিও। তাঁকে গোল করতে সাহায্য করেন সেই মোহাম্মদ ইয়াসির। তৃতীয় গোলের পর জেতার দৌড় থেকে কার্যত ছিটকে যায় মোহনবাগান।
আজকের ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে সবেতেই এগিয়েছিল মোহনবাগান। তা সে বল ধরে রাখাই হোক বা নিজেদের মধ্যে পাস খেলার সংখ্যা! তবে প্রথমার্ধের একেবারে শেষে গোলটি খেয়ে যাওয়ায় মোহনবাগানী খেলোয়াড়দের মনোবলে প্রবল আঘাত পড়ে। যার জেরে দ্বিতীয়ার্ধে অনেকটাই দুর্বল দেখায় মোহনবাগান রক্ষণকে। হায়দ্রাবাদের কথা বলতে গেলে, এই সিজনে স্বপ্নের ফর্মে রয়েছে হায়দ্রাবাদ এফসি। পয়েন্ট টেবিল তিন নম্বর স্থান ধরে রেখে লীগের ইতিহাসে প্রথমবারের জন্য সেমিফাইনালে উঠতে পেরেছে মানোলো মার্কেজের দল। তারই প্রতিফলন এদিন দেখা গেল হায়দ্রাবাদ এফসি'র খেলোয়ারদের ভিতরে।