গোটা দেশজুড়ে করোনা ত্রাসে নাজেহাল ভারতবাসী। এর মাঝেই চলছিল আইপিএল ২০২১। কিন্তু এবার করোনা হানা দিয়েছে খেলার মাঠে। একের পর এক দলের খেলোয়াড় করোনা (Corona) আক্রান্ত হওয়ায় এখন আইপিএল (IPL) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK) দলের খেলোয়াড়দের মধ্যে এই মারণ ভাইরাস প্রথম আঘাত হেনেছিল। তারপর আজ অর্থাৎ মঙ্গলবার জানা গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস দলের খেলোয়াড়দেরও করোনা হচ্ছে। আসলে উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও স্পিনার অমিত মিশ্র করোনা আক্রান্ত হওয়ায় দলগুলি আইসোলেশনে চলে গেছে।
প্রথমে গুজব রটেছিল যে শুধুমাত্র হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ বাতিল হবে। তারপর জানা যায় সাতদিনের জন্য আইপিএল স্থগিত' হবে। কিন্তু সম্প্রতি বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, "চলতি মরসুমের জন্য আইপিএল ভেস্তে গেল। আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত থাকবে।"