আগের ম্যাচগুলো দেখেই বোঝা যাচ্ছিল সারজা বোলারদের জন্য অভিশপ্ত মাঠ। প্রায় প্রতি ইনিংসেই ২০০-র বেশি রান হচ্ছিল এখানে। আজও প্রথমে ব্যাট করে ২০৮ করে মুম্বাই। কিন্তু এই মাঠে আগে ২২৩ রানও চেজ হয়ে গেছে! কালই ২২৯ চেজ করতে গিয়ে কলকাতা পৌঁছে গিয়েছিল ২১০ অবধি। ফলে ২০৮ রানটা সেফ ছিলো না এই মাঠে।
কিন্তু মুম্বাইয়ের বোলাররা সেই কাজ সহজ করে দিল। হায়দ্রাবাদকে আটকে দিলো ১৭৪ রানে। প্রমাণ হয়ে গেলো, ব্যাট হাতে যে যাই করুক, দিনের শেষে ম্যাচ জেতায় বোলাররাই।


স্কোরবোর্ড
মুম্বাই ইন্ডিয়ান্স ২০৮/৫ (২০.০) রোহিত শর্মা - ৬৭(৩৯) সন্দীপ শর্মা - ৪-০-৪১-২
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৭৪/৮ (২০.০) ডেভিড ওয়ার্নার - ৬০(৪৪) ট্রেন্ট বোল্ট - ৪-০-২৮-২
ম্যাচের সেরা- ট্রেন্ট বোল্ট।
হাইলাইটস
