কলকাতা শিবিরে স্বস্তির হওয়া। পাঞ্জাবের বিরুদ্ধে জিতলো কেকেআর। উঠে এলো পয়েন্ট টেবিলে তিন নম্বরে। রানে ফিরলেন দলের অধিনায়ক। পরপর ব্যর্থ হচ্ছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। আজ ২৯ বলে ৫৮ রানের ইনিংস খানিক অক্সিজেন দিলো যেন। অন্যদিকে ভালো শুরু করেও ম্যাচ জিততে পারলো না পাঞ্জাব।
কলকাতা-পাঞ্জাব খেলা শেষ হলো নাটকীয়ভাবে। শেষ ওভারে ১৪ রান আটকে দিলেন সুনীল নারিন। শেষ বলে দরকার ছিল ৭ রান। ৬ মারলেই সুপার ওভার। গ্লেন ম্যাক্সওয়েলের শটটা বাউন্ডারির একটু আগে পড়লো। নইলে আরও একটা সুপার ওভার দেখা যেত এইবছর আইপিএলে।
স্কোরবোর্ড: কলকাতা নাইট রাইডার্স ১৬৪/৬ (২০.০); দীনেশ কার্তিক - ৫৮(২৯); আর্ষদীপ সিং - ৪-১-২৫-১
কিংস ইলেভেন পাঞ্জাব ১৬২/৫ (২০.০); কে এল রাহুল - ৭৪(৫৮); প্রসিধ কৃষ্ণ - ৪-০-২৯-৩
ম্যাচের সেরা - দীনেশ কার্তিক।