প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে রাহুল ত্রিপাঠী ছাড়া কেউ বলার মতো কিছু অবদান রাখেনি। ১৬৭ স্কোরটাও খুব বেশি নয়। উল্টোদিকে চেজ করতে নেমে ১২ ওভারের মাথায় সিএসকে ১ উইকেটে ৯৯। জিততে আর মাত্র ৬৯ রান, হাতে ৯ উইকেট। এমন পরিস্থিতি থেকেও ম্যাচ হেরে গেল ধোনির দল। পরপর উইকেট তুলে নিলো নাগরকোটি, বরুণ, নারিন, রাসেলরা। ফলে পুরো ম্যাচে পিছিয়ে থেকেও শেষ ৮ ওভার ভালো বল করে ১০ রানে ম্যাচ জিতে নিলো কেকেআর।
স্কোরবোর্ড: কলকাতা নাইট রাইডার্স ১৬৭/১০ (২০.০) রাহুল ত্রিপাঠী - ৮১(৫১) ডিজে ব্র্যাভো - ৪-০-৩৭-৩
চেন্নাই সুপার কিংস ১৫৭/৫(২০) শেন ওয়াটসন - ৫০(৪০) বরুণ চক্রবর্তী - ৪-০-২৮-১
ম্যাচের সেরা - রাহুল ত্রিপাঠী