ভারত এবং পাকিস্তান (Ind VS Pak), দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে এশিয়া কাপের আজকের ম্যাচটা যেন একটা আলাদা রকমের উন্মাদনা বহন করছে। ভারত এবং পাকিস্তানের প্রত্যেকটি ম্যাচই দু'টি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও, এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এই কারণে ভারত এবং পাকিস্তান ছাড়াও, এই ম্যাচের দিকে নজর থাকবে গোটা বিশ্বের। খাতায়-কলমে, রবিবার, ২৮ আগস্ট, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তবে, আদতে যে এই ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
যদিও এই মুহূর্তে আমরা রয়েছি অতিমারী পরবর্তী একটা সময়ে যেখানে খেলার ধরন-ধারন অনেকাংশেই আলাদা। এই ম্যাচের গঠন এবং পরিস্থিতি অন্যান্য ভারত এবং পাকিস্তানের ম্যাচের থেকে অনেকটাই অন্যরকম। প্রেস কনফারেন্সে কোন একটি নির্দিষ্ট খেলোয়াড়ের দিকে লক্ষ্য রেখেও চলছে না আক্রমণ। বিরাট কোহলি (Virat Kohli) পক্ষ দলের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) বিশ্বের এই মুহূর্তের সব থেকে ভালো ব্যাটসম্যান বলে দাবি করছেন। অন্যদিকে রোহিত শর্মা, বাবর আজমকে জিজ্ঞেস করছেন, কবে তিনি বিয়ে করবেন সেই ব্যাপারে। এরকমটা সচরাচর ভারত এবং পাকিস্তানের ম্যাচের মধ্যে দেখা যায় না। হয়তো আসল ময়দানে অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা হলেও, এখনো পর্যন্ত এই ম্যাচের পরিবেশ, ভারত পাকিস্তানের ম্যাচের মতো একেবারেই নয়। চোট সমস্যা থেকে শুরু করে পিচ, আজকের ম্যাচে সবদিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের।
চোট সমস্যা
আজকের ম্যাচের সব থেকে বড় সমস্যা হল এটি। পাকিস্তানের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সব থেকে ভরসাযোগ্য বোলার শাহিন আফ্রীদির চোট। সেখানেই ভারতের সমস্যা হয়ে দাঁড়িয়েছে জসপ্রিত বুমরার হ্যামস্টিং সমস্যা। আজকের ম্যাচে শাহীন আফ্রিদি এবং বুমরা দুজনই থাকছেন না বলে জানা গিয়েছে দুই দলের সূত্রে। ফলে আজকের ম্যাচ অনেকটাই ব্যাটসম্যান নির্ভর হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
পিচ
আফগানিস্তান এবং শ্রীলংকার মধ্যে যে ম্যাচটি খেলা হয়েছিল গতকাল, সেই একই পিচ ব্যবহার করা হবে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচেও। এই পিচ ইনিংসের শুরুর দিকে কিছুটা চালচলন দেখালেও, পরবর্তীতে এই পিচ হয়ে যায় একেবারেই সপাট। ইনিংসের শেষের দিকে কোনরকম কোন চালচলন দেখা যায় না এই পিচে। এর ফলে স্পিনাররা তেমন কোন সুবিধা পান না পিচ থেকে। বিশেষজ্ঞদের ধারণা, ভারত পাকিস্তান ম্যাচের পিচও খুব একটা আলাদা রকমের হবে না। তাই প্রথম দিকে যদি ব্যাটসম্যানরা একটু ধরে খেলেন, তাহলে ইনিংসের শেষের দিকে বড় রান করার সুযোগ তারা পাবেন।
কাদের দিকে থাকবে নজর
মিডিয়ার সমস্ত লাইম লাইট এই মুহূর্তে পাকিস্তানের বাবর আজমের দিকে থাকলেও, পাকিস্তানের আরো একজন ব্যাটসম্যান রয়েছেন, যিনি কিন্তু যে কোন মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তিনি হলেন মোহাম্মদ রিজওয়ান। শান্ত স্বভাবের এই ব্যাটসম্যান যেকোনো ধরনের বোলিং লাইন আপের সঙ্গে ভালোভাবে এঁটে উঠতে পারেন এবং তিনি একার ভরসায় পাকিস্তানকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারেন। তাই নজর থাকবে মোহাম্মদ রিজওয়ানের ওপর।
এছাড়াও নজর থাকবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উপর। আইপিএলের পর থেকেই হার্দিক পান্ডিয়া যেনো নতুন করে ফর্মে ফিরে এসেছেন। যে ম্যাচ খেলতে যাচ্ছেন সেখানেই দারুন পারফরম্যান্স করছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট এবং বল, উভয়দিকেই হার্দিক পান্ডিয়ার অভিজ্ঞতা এই মুহূর্তে অনেকটাই বেশি, পাশাপাশি নিজের উপরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন হার্দিক। তাই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের মতই ভারতের হার্দিক পান্ডিয়ার উপরেও থাকবে মিডিয়ার নজর।
সম্ভাব্য একাদশ
পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন অর্শদিপ সিং, আবেশ খানের মতো খেলোয়াড়রা। সম্ভাব্য একাদশের মধ্যে জায়গা পেতে পারেন - কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ অথবা দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
অন্যদিকে পাকিস্তানের হয়ে মাঠে নামতে পারেন, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ফখর জমান, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, ওসমান কাদির, শাহনওয়াজ দাহানি, হারিস রউফ, নাসিম শাহ।
কোথায় দেখা যাবে ম্যাচ?
ভারতে সম্পূর্ণ এশিয়া কাপের সম্প্রচারের দায়িত্বটি গ্রহণ করেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এই কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী এই ম্যাচটি সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কের সমস্ত চ্যানেলগুলিতে দেখতে পাবেন।