স্বাধীনতার ৭৫ বছরে মেতে উঠলেন ভারতের ক্রিকেট তারকারাও। নিজেদের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে দিলেন একের পর এক পোস্ট। স্বাধীনতার গর্বে মেতে উঠলেন তাঁরা। তাঁদের প্রোফাইল ছবিতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা জ্বলজ্বল করছে।
ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দিয়েছেন আবেগঘন পোস্ট। টুইটারে লিখেছেন, "৭৫ গৌরবময় বছর। ভারতীয় হিসেবে গর্বিত। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।" সঙ্গে জ্বলজ্বল করছে তিরঙ্গা।
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বর্তমানে ক্রিকেটে দুরন্ত ফর্মে। দীর্ঘদিন তাঁর অফ পরিয়ড কাটিয়ে ক্রিকেটের মাঠে দুরন্ত ফর্মে। তিনি তিরঙ্গা হাতে নিজের ছবি পোস্ট করেছেন। বলেছেন, "আমার সমস্ত ভারতবাসীকে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।"
বীরেন্দ্র সহবাগ বরাবরই দেশপ্রেমে মন্ত্রে উদ্বুদ্ধ। বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন। জড়িয়ে পড়েন বাক্ যুদ্ধে। তিনি বলেছেন, "আপাতত আমার গল্পটা কি জিজ্ঞেস করো না, আমাদের পরিচয় একটাই আমরা হিন্দুস্তানি। প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে, একটি দেশ তোমার জন্য হৃদয় দিয়েছে... জান ভি দেব, হে দেশ তোমার জন্য!! আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।"
শুধু এদেশের ক্রিকেটাররা নন, বহু বিদেশী ক্রিকেটার আজকের দিনে শুভেচ্ছা জানিয়েছেন। ড্যারেন স্যামি এবং লিসা স্থালেকারের মতো প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররাও ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।