৩০ অক্টোবর, ২০২৪
খেলা

ICC Women’s ODI Ranking : মুকুট খোয়ালেন মিতালী, একলাফে দু’নম্বরে ঝুলন

একনজরে দেখে নিন খেলোয়াড়দের তালিকা
mithali jhulan smriti Bengali News
https://twitter.com/BCCIWomen
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৬

মঙ্গলবার আইসিসি-র তরফ থেকে মহিলাদের একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং প্রকাশ করা হল। তবে নতুন তালিকায় ব্যাটিংয়ে সেরার শিরোপা হারালেন ভারতীয় মহিলা দলের অধিনায়িকা মিতালী রাজ। যদিও বাংলার মেয়ে এবং ভারতীয় দলের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী বোলারদের তালিকায় একলাফে উঠে এলেন দু’নম্বর স্থানে।

ব্যাটিং তালিকায় প্রথম স্থান ধরে রাখা মিতালী এবার দুটি স্থান পিছিয়ে জায়গা করে নিয়েছেন তিন নম্বরে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন-ম্যাচের একদিবসীয় সিরিজে ৩৮ বছরের মিতালীর সংগ্রহে ছিল মাত্র ৭৮ রান। সিরিজে তাঁর গড় রানের সংখ্যা ছিল ২৯। সিরিজে খারাপ ফল তাঁকে সেরার দৌড়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় অধিনায়িকার ঝুলিতে পয়েন্টের সংখ্যা ৭৩৮।

ব্যাটিং তালিকায় এবারের শীর্ষ স্থান দখল করেছেন সাউথ আফ্রিকার লিজেল লি। তাঁর প্রাপ্ত পয়েন্টের সংখ্যা ৭৬১। ৭৫০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে শেষ একদিবসীয় সিরিজে তাঁর প্রাপ্ত রানের সংখ্যা ছিল ১১২। ৭১০ পয়েন্ট পেয়ে ব্যাটিং তালিকায় সাত থেকে ছয় নম্বরে উঠে এসেছেন আরও এক ভারতীয় স্মৃতি মান্ধানা।

এদিকে শেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য বোলিং করে বোলিং তালিকার দু’নম্বর স্থানে উঠে এসেছেন বাংলার ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৪টি মুল্যবান উইকেট তুলে নেন ৩৮ বছরের এই অভিজ্ঞ বোলার। ৭২৭ পয়েন্ট পেয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ৭৬০ পয়েন্টের সাথে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। আরও এক অস্ট্রেলিয়ান, মেগান স্কুট রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর প্রাপ্ত পয়েন্টের সংখ্যা ৭১৭।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন সাউথ আফ্রিকার মারিজান কাপ। অস্ট্রেলিয়ার কিংবদন্তী খেলোয়াড় এলিসা পেরির ক্রম দু’ঘর পিছিয়ে পৌঁছেছে তিন নম্বরে, সৌজন্যে শেষ সিরিজে খারাপ প্রদর্শন। চতুর্থ স্থান থেকে এক ধাপ পিছিয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছেন ভারতের দীপ্তি শর্মা। ২৫১ পয়েন্ট পেয়ে অলরাউন্ডারদের তালিকাতেও দশম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলার ঝুলন গোস্বামী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ আগস্ট

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Sunil Chhetri wife
২৬ ডিসেম্বর

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’

Wrap day chakda xpress
২১ অক্টোবর

আজ সারাদিন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য ইডেন গার্ডেন্স থেকে হাওড়ার আন্দুল রাজবাড়ি- ছুটে বেড়িয়েছেন অনুষ্কা শর্মা

Anushka virat 1
৪ সেপ্টেম্বর

আজকের ম্যাচে ভারতের হতাশাজনক বোলিংয়ের কারণেই জিতল পাকিস্তান

Pakistan vs india 2nd round asia cup
৪ সেপ্টেম্বর

রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতীয় জোরে বোলার আবেশ খানও চোটের কারণে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে

India Pakistan cricket
৩ সেপ্টেম্বর

নিজের নামের পাশে ২৩ টি গ্রান্ড স্ল্যাম, ৬ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, তিনি তো টেনিস দুনিয়ার বিস্ময়

Serena Williams
২ সেপ্টেম্বর

চৌবের প্রথম কাজ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের তদারকি করা

Kalyan chaubey
৩০ আগস্ট

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে প্রেস কনফারেন্সে এই বক্তৃতা রাখেন তিনি

Bhaichung bhutia
২৯ আগস্ট

আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো রোহিত শর্মার ভারত

India vs Pakistan asia cup 2022
২৮ আগস্ট

২০২১ T20 বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান

India Pakistan cricket
২৭ আগস্ট

চোট সারিয়ে আবারো নিজের পুরনো ফর্মে ফিরে এসেছেন নীরজ চোপড়া

Neeraj Chopra lusan
২৭ আগস্ট

রাজনীতিকে দূরে সরিয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে AIFF-এর সভাপতি পদের জন্য লড়ছেন বাইচুং

Bhaichung bhutia
২৫ আগস্ট

ভিপি সুহের ও সুমিত পাসি গোলের সহজ সুযোগ নষ্ট করায় এগোতে পারল না কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা

Durand cup east Bengal