দাবায় মাত্র বারো বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে গেল ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র। এর আগে ১২ বছর ৭ মাস বয়সে এই রেকর্ড তৈরি করেছিলেন রাশিয়ার সের্গেই কার্জাকিন। আর অভিমন্যু মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে এই রেকর্ড করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
এই বিস্ময় প্রতিভার বালকরা থাকে আমেরিকার নিউ জার্সিতে। এই প্রবাসী ভারতীয় হাঙ্গেরিতে একটি দাবা রেটিং টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেখানে বুধবার তিনটি আইএম নর্ম পূর্ণ করে ২৫০০ রেটিং পূর্ণ করেছে সে। শেষ রাউন্ডে সে হারায় ভারতের লুকা মেন্ডোজাকে।
অভিমন্যর এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন ১২ বছর আগে এই রেকর্ড তৈরি করা রাশিয়ার কার্জাকিন। চেজ ডট কমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমার এত দিনের রেকর্ড কেউ ভেঙে দিল একটু তো মন খারাপ হয়েছে। তবে এও ঠিক রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। আমি অভিকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে ও আরও ভাল করুক।"