সামনেই সিডনি টেস্ট। টেস্টের আগেই আইসোলেশনে পাঠানো হল রোহিত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ, নবদীপ সাইনি, পৃথ্বীশ প্রমুখ পাঁচ ভারতীয় ক্রিকেটারদের। মেলবোর্নের একটি রেস্টুরেন্টে রোহিত শর্মাদের খেতে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নভলদীপ সিংহ নামে এক অনুরাগী। তিনিই খাবারের বিল মেটান বলে জানান। সেটা দেখার পরেই এই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।


বিসিসিআই ও ক্রিকেট অষ্ট্রেলিয়ার তরফে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত ও অষ্ট্রেলিয়ার বাকি সদস্যেদের থেকে যাতায়াত ও ট্রেনিং এর সময় দূরত্ব বজায় রেখে চলবে এই পাঁচ ক্রিকেটার।