আইএসএলের (ISL) প্রাকমুহুর্তে ফের বিপাকে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। যেমন ভাবা হয়েছিল তেমনটাই হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে। তারা বেশ কিছু ফুটবলার এবং ফিজিক্যাল ট্রেনারের বকেয়া বেতন সংক্রান্ত মামলায় জড়িয়ে ছিল। তার প্রেক্ষিতেই আজ সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) নতুন ফুটবলার সই করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। ফিফার তরফে জানানো হয়েছে, অর্থকরী সমস্যার জন্য নতুন মরশুমে জাতীয় পর্যায়ের কোন ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল। এর ফলে চলতি মরসুমে আইএসএলে শেষ পর্যন্ত খেললেও দল গড়তে সমস্যার মুখে পড়তে হবে লাল-হলুদ শিবিরকে। অন্যদিকে যেহেতু চুক্তিপত্রে সই হয়নি তাই ক্লাবের নতুন ইনভেস্টর পুরনো বকেয়া মেটাতে রাজি হবে না। তাই সমস্ত পুরনো বকেয়া মেটাতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকেই।
ফিফা কোয়েস ইস্টবেঙ্গলকে বা এসসি ইস্টবেঙ্গল যাকেই শাস্তি দিক না কেন প্রকৃতপক্ষে সমস্যায় পড়তে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। ইস্টবেঙ্গলের পাশাপাশি একই শাস্তি পেয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে কেরালা নতুন করে ফুটবল সই করাতে না পারলেও তাদের আগের যা ফুটবলার রয়েছে তা নিয়ে তারা দল চালিয়ে নিতে পারবে। কিন্তু এই পরিস্থিতিতে কি করবে এসসি ইস্টবেঙ্গল তা নিয়ে উঠছে প্রশ্ন। চলতি মরশুম লাল হলুদ সমর্থকদের ভালো যাবে না তা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে ফেডারেশন ফুটবলার রেজিস্ট্রেশন। ফিফার ব্যান হওয়ার পর ইস্টবেঙ্গল কি করে পরিস্থিতি সামাল দেবে, সেটাই দেখার।