বড়ো তাড়াতাড়ি চলে গেছেন ফুটবলের রাজপুত্র শুধু ফুটবলপ্রেমীদের জন্যই নয়, গোটা বিশ্ববাসীর কাছে বিষ্ময়ের বিষয়। গতদিন তাঁর প্রাক্তন ডাক্তার আলফ্রেডো কাহে তাঁর মৃত্যুকে এক প্রকার আত্মহত্যা বলেই দাবি করেছেন যা নিয়ে শোরগোল পড়েছে বিশ্বব্যাপী।
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর থেকে নিজেকে সবার আড়ালে একা করে রাখতে পছন্দ করতেন। মানসিক অবসাদ এতটাই গ্রাস করে যে ওষুধগুলোও খেতেননা ও প্রাক্তন বান্ধবীর কাছেও বারংবার বেঁচে থাকার অনীহার কথা ব্যক্ত করেন এমনটাই বলেন ওই ডাক্তার। ১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত দীর্ঘ ত্রিশ বছরের নিত্যসঙ্গী ডাক্তার এও বলেন কিউবায় ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি নিয়ে চলন্ত বাসে ধাক্কা মারে ২০০৭ এ। তখনো তিনি ডাক্তারকে আত্মহত্যার ইচ্ছার কথাই বলেন। সাথে এও বলেন ব্যর্থ হয়েছেন তাঁর প্রচেষ্টায়, তাই আবারও চেষ্টা করবেন। প্রাক্তন ডাক্তার আলফ্রেডো কাহে বর্তমান ডাক্তার লিওপল্ডোর দিকে অভিযোগের আঙুল তোলেন ও বলেন তাঁরই গাফিলতি ও চিকিৎসায় অনভিজ্ঞতার বলি হতে হয়েছে দিয়েগোকে। কাহে আরও বলেন লিওপল্ডোর উচিত ছিল তাকে ছুটি না দিয়ে হাসপাতালের কেয়ারে রাখা। লিওপল্ডোকে মারাদোনার পরিবারও দায়ী করে তবে লিওপল্ডোর পাশে দাঁড়িয়েছেন মারাদোনার আইনজীবী। এদিন ডক্টর কাহের প্রতিটি বক্তব্যে মিশে ছিল আবেগ ও বন্ধুবিদায়কে মেনে না নিতে পারার ক্ষোভ।