কামব্যাক করলে এমন করেই করতে হয় হয়তো। প্রথম ম্যাচ জেতার পর পরপর তিনটি ম্যাচ হেরে চাপে ছিলো চেন্নাই। কিন্তু নিজেদের পঞ্চম ম্যাচে ২.২ ওভার বাকি থাকতেই কিংস ইলেভেন পাঞ্জাবকে হারালো ১০ উইকেটে। ফলে খানিক স্বস্তির হাওয়া ধোনির শিবিরে।


শুরু থেকে শেষ পর্যন্ত পাঞ্জাবকে কোনো জায়গা দেয়নি সুপার কিংস। কে এল রাহুলের অর্ধ শতরানও কোনো কাজে এলো না দিনের শেষে।
স্কোরবোর্ড
কিংস ইলেভেন পাঞ্জাব ১৭৮/৪ (২০.০) রাহুল - ৬৩(৫২) শার্দুল ঠাকুর - ৪-০-৩৯-২
চেন্নাই সুপার কিংস ১৮১/০ (১৭.৪) ওয়াটসন - ৮৩*(৫৩) ফাফ ডু প্লেসিস - ৮৭*(৫৩)
ম্যাচের সেরা- শেন ওয়াটসন