এবারের ম্যাচে আবারও হার নাইট রাইডার্স এর। বিপক্ষ দল হিসেবে ছিল রিশব পন্থ এর দিল্লি ক্যাপিটালস। এ দিনের ম্যাচে টস জিতে দিল্লি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অনেকদিন পর কেকেআরের ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে আসে কিছু রান। ৪৩ রান করেন তিনি ৩৮ বলে। কিন্তু অন্য ওপেনার নিতিশ রানা তেমন কিছু করতে পারেননি। রাহুল ত্রিপাঠী, অধিনায়ক ইয়ন মরগান, সুনীল নারায়ন এই ম্যাচে একেবারেই ব্যর্থ। আন্দ্রে রাসেল ৪৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। সঙ্গে তার যোগ্য সঙ্গত দিলেন দীনেশ কার্তিক। ২০ ওভার শেষে নাইট রাইডার্স এর সংগ্রহ হলো ১৫৪ রান। তবে এদিনের ম্যাচের জন্য এই রান যথেষ্ট ছিল না। দিল্লির বোলিং ছিল যথেষ্ট ভালো। ললিত যাদব এবং অক্ষর প্যাটেল ২টি করে উইকেট তুলে নিয়ে নাইট রাইডার্সকে একেবারে চাপে ফেলে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস একটা দারুণ শুরু করে। ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ ৪১ বলে ৮২ রানের একটি ধ্বংসাত্মক ইনিংস খেললেন। ২০০ রানের স্ট্রাইক রেটে রান করে পৃথ্বী নিজের দলকে অত্যন্ত ভালো একটা জায়গায় নিয়ে এলেন। তার সঙ্গে ছিলেন শিখর ধাওয়ান। তিনিও ৪৬ রানের একটি ইনিংস খেলেন। তারপর অধিনায়ক পন্থ ১৬ রানের এক ইনিংস খেলেন। এদের ৩ জনের ব্যাটের উপর ভরসা করেই খুব সহজে টার্গেট চেস করে নিল দিল্লী। কলকাতার হয়ে সবথেকে ভালো বোলিং করলেন কামিন্স। তিনি তার ব্যক্তিগত ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।