করোনা পরিস্থিতিতে থমকে যায় চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলা। ১২ মার্চ বন্ধ হওয়ার পর আবার ৮ আগস্ট শুরু হয় ২০১৯-২০ সিজনের খেলা।
উল্লেখযোগ্য বিষয়, এতদিন বন্ধ থাকার পর ফিরে এসে প্রি কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস হারলো লিওন - এর কাছে, ম্যান সিটি ছিটকে দিলো রিয়াল মাদ্রিদ কে, চেলসিকে দুরমুশ করলো বায়ার্ন মিউনিখ। আর কোয়ার্টার ফাইনালের চার রাত চরম নাটকীয়তার। আটলান্টার বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা পি এস জি ৯০ আর ৯৩ মিনিটে গোল করে জিতে গেলো ২-১ ব্যবধানে। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে লিপজীগ। মেসির বার্সা ২-৮ ব্যবধানে উরে গেল বায়ার্ন মিউনিখের কাছে। আর গত রাতে আপাতত শেষ অঘটনটা ঘটালো লিয়ন, ৩-১ ব্যবধানে হারিয়ে দিলো ম্যান সিটিকে। ফলে ইউরোপের ক্লাব ফুটবলের সবথেকে বড়ো টুর্নামেন্টে এখন শুধুই জার্মানি আর ফ্রান্সের ক্লাবের মধ্যে আটকে গেল সেমিফাইনালে এসে। ১৯, ২০ আগস্ট সেমিফাইনালে আবার কিছু অঘটনের আশায় বা আতঙ্কে বিশ্বের ফুটবপ্রেমীরা।