তাহলে কি ফের একবার কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ উপভোগ করতে চলেছে ফুটবল বিশ্ব? আপাতত পেরুকে সেমিফাইনালে ১-০ গোলে পরাস্ত করে ফাইনালে নিজেদের অবস্থান পাকা করল তিতের ছেলেরা। এবার অন্যদিকে সেমিফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই ফাইনালে আর্জেন্টিনা।
এদিনের ব্রাজিল বনাম পেরু ম্যাচে প্রথম থেকেই মাঠজুড়ে হলুদ বাহিনীর প্রাধান্য বজায় ছিল। প্রথমার্ধেই ৩৫ মিনিটের মাথায় পাকেতার শটে বল জড়ায় পেরুর গোলে। নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন ব্রাজিলের এই ফুটবলারটি। তার পরে আর সমতা ফেরাতে পারেনি পেরু। এর মাঝেও সমগ্র ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। নাহলে আরো বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, যতবারই কোপা আমেরিকার আয়োজন করেছে ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়েছে তারাই। এবারের কোপাও আয়োজন করেছে ব্রাজিল, তাই আশার আলো দেখছেন ব্রাজিলিয়ান ও ব্রাজিল সমর্থকরা। নিঃসন্দেহে, এবার দুরন্ত ফর্মে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই।
আজকের ম্যাচে ব্রাজিলের দুরন্ত আক্রমণের পাশাপাশি প্রশংসার দাবি রাখে পেরুর গোলকিপার পেড্রোর অপূর্ব কিছু গোল সেভ। ব্রাজিল প্রথম কুড়ি মিনিটের মধ্যেই লাগাতার আক্রমণ করেও ভাল ফিনিশিং এর অভাবে গোল আসেনি। দ্বিতীয়ার্ধের ছবিটাও প্রায় একইরকম। মাঝেমধ্যে পেরু আক্রমণ শানালেও ব্রাজিল জমাট রক্ষণে বারবার তা আটকে যায়। উলটোদিকে, নেইমাররা আক্রমণে ঝড় তুললেও পেরু গোলরক্ষক এবং রক্ষণের কাছে তারাও বাধা পায়। ৭১ মিনিটে রিচার্লিসনকে বক্সের মধ্যে ফেলে দিলে ব্রাজিল পেনাল্টির আবেদন করে, যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। শেষপর্যন্ত ১-০ গোলেই ম্যাচ পকেটে পুরে নেয় ব্রাজিল। আপাতত মেসি নেইমার যুযুধান লড়াইয়ের আগ্রহেই মাতোয়ারা বিশ্ব।